Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bitcoin Halving
on 26/10/2023, 15:47:53 UTC
আচ্ছা, ইন্টারনেট ইস্যু তে বাংলাদেশ থ্রেড এর কেউ কি এফেক্টেড হন নাই নাকি? কাউকে তো পোষ্ট করতে দেখলাম না। যারা ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন ব্যাবহার করেন, আপনাদের কারো কোনো সমস্রা হয় নাই নাকি? আজকে তো মহাখালি তে খাজা টাওয়ারের আগুনের ঘটনায় বেশিরভাগ ব্রডব্যান্ড সার্ভিস ডাটা সেন্টার পুড়ে গেছে। আগামী ১০ দিনেও ঠিক হবে কি না কেউ জানে না। আর মোবাইল ইনটারনেট এর সারভার ও পুড়ে গেছে বেশ কিছু। মোবাইল নেটওয়ার্ক ও সমস্যা করছে। দেশের বেশিরভাগ আই এস পির সার্ভার ডাউন। তো কার কার এলাকায় কি অবস্থা? আমার তো ইন্টারনেট নাই। মোবাইল ডাটা দিয়ে কষ্ট করে কাজ করছি।
তার জন্যই তো বলি নেট স্পিড পায় না কেন। খুব সমস্যা আজকে কোন কিছু গুগলে অথবা ক্রমে গিয়ে সার্চ করলে কিছুই আসছে না শুধু এরর দেখাচ্ছে। আমার ওয়াইফাই ইউটিউব এবং tiktok সহ অন্যান্য ভিডিও দেখা যাচ্ছে কিন্তু chrom browser এবং google ব্রাউজারে ঢুকতে সমস্যা হচ্ছে। বাধ্য হয়ে ফোনে এমবি কিনেছি তারপরও খুব একটা ভালোভাবে নেট পাচ্ছে না।

আজকে আমি মেটা সেকশনে পোস্ট করার সময় দেখলাম যে বিভিন্ন দেশের লোকাল বোর্ড গুলোর পোস্ট নিয়ে কথা হচ্ছে।
This an animated chart created with data from Rikafip post [CHARTS] Brief monthly overview of the local boards activity.

https://www.talkimg.com/images/2023/10/26/Tj68N.png
https://public.flourish.studio/visualisation/12312077/

এখানে উল্লেখিত রাশিয়ান, তুর্কি এবং নাইজেরিয়ানদের তুলনায় আমাদের বাংলাদেশ খুবই নগণ্য। আমাদের বাংলাদেশের আমরা সবাই মাত্র ৩৯১ পোস্ট করেছি।