আচ্ছা, ইন্টারনেট ইস্যু তে বাংলাদেশ থ্রেড এর কেউ কি এফেক্টেড হন নাই নাকি? কাউকে তো পোষ্ট করতে দেখলাম না। যারা ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন ব্যাবহার করেন, আপনাদের কারো কোনো সমস্রা হয় নাই নাকি? আজকে তো মহাখালি তে খাজা টাওয়ারের আগুনের ঘটনায় বেশিরভাগ ব্রডব্যান্ড সার্ভিস ডাটা সেন্টার পুড়ে গেছে। আগামী ১০ দিনেও ঠিক হবে কি না কেউ জানে না। আর মোবাইল ইনটারনেট এর সারভার ও পুড়ে গেছে বেশ কিছু। মোবাইল নেটওয়ার্ক ও সমস্যা করছে। দেশের বেশিরভাগ আই এস পির সার্ভার ডাউন। তো কার কার এলাকায় কি অবস্থা? আমার তো ইন্টারনেট নাই। মোবাইল ডাটা দিয়ে কষ্ট করে কাজ করছি।
রাত ১১ঃ০০ টা পর্যন্ত হয়তো এই সমস্যা ছিল। ব্রড ব্যান্ড ইন্টারনেটের একটা অফিসে আগুন লাগার কারণে সাধারণত এই সাময়িক সমস্যার সম্মুখীন হয়েছিলাম। ডিভাইসে নো ইন্টারনেট দেখাচ্ছিল কিন্তু নো ইন্টারনেট দেখানোর পরও ফেসবুক মেসেঞ্জার ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করতে পেরেছি কিন্তু সমস্যা হয়েছে শুধুমাত্র ফোরামে একটিভ হওয়া এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্রাউজার ব্যবহার করা। ওয়াই ফাই এর এরকম সমস্যা দেখে আমি মোবাইল ডাটা ব্যবহার করি, তবে মোবাইল ডাটা ব্যবহার করে সব ধরনের কাজ ভালোভাবে করা সম্ভব হচ্ছিল। ইন্টারনেট বিঘ্নিত সমস্যাটি নিয়ে প্রাথমিকভাবে ধারণা করেছিলাম হয়তো রাজনৈতিক ইস্যু নিয়ে সিস্টেমের এরকম সমস্যা তৈরি করা হয়েছে কিন্তু যখন নিউজ চ্যানেলে বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন দেখতে পাই তখন আমার কাছে বিষয়টি ক্লিয়ার হয়।