Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
AirtelBuzz
on 27/10/2023, 09:58:05 UTC

বিস্তারিত জানতে এই লিংক থেকে দেখে নিন এটিও এখান থেকেই নেওয়া।
https://www.[Suspicious link removed]

আপনারা কি গ্লোবাল থ্রেড গুলো চেক করেন না? বা বাংলাদেশ থ্রেড এ কি নিয়ে আলোচনা হচ্ছে সেগুলো চেক করেন না? কোনো যায়গা থেকে সরাসরি কপি পেষ্ট করে পোষ্ট করার কারনে এগুলো নিয়ে সমালোচনা হচ্ছে। আপনারা নিউজ শেয়ার করে সেখানে নিজের কোনো মতামত শেয়ার করছেন না। এই যে শুধু কপি পেষ্ট করে যাচ্ছেন, এত করে আপনার নিজেরই ক্ষতি হচ্ছে। আপনাকে সবাই স্প্যামার বলে ধরে নিচ্ছে। এধরনের অভ্যাস পরিবর্তন করা অত্যান্ত জরুরী। কোনো নতুন একাউন্ট বা জুনিয়র রা নিউজ কপি পেষ্ট করতে দেখলে সবার আগে মাথায় একটা ব্যাপারই আসে যে এরা মেরিট ফার্মিং করার জন্য নিউজ কপি পেষ্ট করছে এবং এরা কোনো প্রকার ডিসকাশনে জয়েন করার কোনো জেনুইন ইনটারেষ্ট নাই। আপনারা এগুলো বন্ধ করেন, অন্যথায় আমি নিজেই নিউট্র্যাল মেরে মেরে অস্থির করে দেবো। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো।
ভাই নিউজ শেয়ার করা কি অপরাধ নতুন তো তাই বুঝতে পারছি না। অন্যের লেখা চুরি করা বা কপি পেস্ট করা সমান অপরাধ।

আমাগো বাংলাদেশের কয়েকদিন থেকেই ওয়াইফাই এবং ফোনের ইন্টারনেট সমস্যা করছে। এমনকি বিভিন্ন সার্ভার ও সমস্যা করছে যেমন ধরুন google chrom ইত্যাদি।
এই সমস্যার জন্য দায়ী মূলত রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারে আগুন লাগ। রাজধানীর মহাখালী খাজা টাওয়ার একটি পূর্ণাঙ্গ টেলিকম হাব। এতে রয়েছে অসংখ্য ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান ও বেশ কয়েকটি মুঠোফোন কোম্পানির ডাটা সেন্টার। এখান থেকেই নিয়ন্ত্রণ করা হয় দেশের ৭০ শতাংশ প্রযুক্তি সার্ভার. মহাখালী খাজা টাওয়ার সংযুক্ত এলাকার মানুষদের খুবই সাবধানে এবং নিরাপদে চলাফেরা করতে বলা হয়েছে কারণ সেখানে বৈদ্যুতিক তার যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যার ফলে মানুষ যেকোনো সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যেতে পারে এবং দুর্ঘটনা ঘটতে পারে এর জন্য সতর্ক করা হয়েছে। সেই খাজা টাওয়ারে আগুন লাগায় হয়তো আমাদের এলাকাসহ সারা ঢাকা বিভাগ জুড়ে সবার নেট সমস্যা করছে এবং বিভিন্ন সার্ভারে প্রবলেম দেখাচ্ছে।