Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Z_MBFM
on 27/10/2023, 12:46:55 UTC

বিস্তারিত জানতে এই লিংক থেকে দেখে নিন এটিও এখান থেকেই নেওয়া।
https://www.google.com/amp/s/housing.com/news/bn/how-can-you-start-trading-online-bn/amp/

আপনারা কি গ্লোবাল থ্রেড গুলো চেক করেন না? বা বাংলাদেশ থ্রেড এ কি নিয়ে আলোচনা হচ্ছে সেগুলো চেক করেন না? কোনো যায়গা থেকে সরাসরি কপি পেষ্ট করে পোষ্ট করার কারনে এগুলো নিয়ে সমালোচনা হচ্ছে। আপনারা নিউজ শেয়ার করে সেখানে নিজের কোনো মতামত শেয়ার করছেন না। এই যে শুধু কপি পেষ্ট করে যাচ্ছেন, এত করে আপনার নিজেরই ক্ষতি হচ্ছে। আপনাকে সবাই স্প্যামার বলে ধরে নিচ্ছে। এধরনের অভ্যাস পরিবর্তন করা অত্যান্ত জরুরী। কোনো নতুন একাউন্ট বা জুনিয়র রা নিউজ কপি পেষ্ট করতে দেখলে সবার আগে মাথায় একটা ব্যাপারই আসে যে এরা মেরিট ফার্মিং করার জন্য নিউজ কপি পেষ্ট করছে এবং এরা কোনো প্রকার ডিসকাশনে জয়েন করার কোনো জেনুইন ইনটারেষ্ট নাই। আপনারা এগুলো বন্ধ করেন, অন্যথায় আমি নিজেই নিউট্র্যাল মেরে মেরে অস্থির করে দেবো। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো।
এদের চোখ নাই ভাই। যতই বলেন লাভ নাই এরা এইগুলা করবেই তাই আমি এখন সরাসরি নিউট্রাল মেরে দেই। আমি এইসব নিয়া কয়েকবার বলছি আর বলার প্রয়োজন মনে হয় না। কিছুদিন যাবত নতুন একাউন্টের সংখ্যা আরো বেশি বেড়ে চলেছে আর এর সাথে সাথে স্পামিং, সোর্স লিংক পোস্ট, শিটপোস্ট এইগুলা আরো বেশি বেড়ে গেছে।

snip
এইগুলা কি আবল তাবল পোস্ট করেন ভাই বুঝিনা আপনে এরকম পোস্ট দিয়া ২৬ টা মেরিট কেমনে পান আমার মাথায় ডুকে না। যারা মেরিট দেয় তারাও শিট পোস্টার আর আপনারে কি বলবো। কেমনে ইমেজ পোস্ট করতে হয় এইটা যারা আজকে একাউন্ট খুলবে তারাও ভালো করে জানে। আপনে দেখেন newbie একাউন্ট থিকাও ইমেজ পোস্ট করা হইতেছে প্রতিনিয়ত কিন্তু ইমেজগুলা ডিস্প্লে হয় না কারন ইমেজ ডিসপ্লে করতে সর্বনিম্ন জুনিয়র মেম্বার বা কপার মেম্বার হওয়া লাগে। আপনারা কি কোনোদিনও সুদরাবেন না?