এদের চোখ নাই ভাই। যতই বলেন লাভ নাই এরা এইগুলা করবেই তাই আমি এখন সরাসরি নিউট্রাল মেরে দেই। আমি এইসব নিয়া কয়েকবার বলছি আর বলার প্রয়োজন মনে হয় না। কিছুদিন যাবত নতুন একাউন্টের সংখ্যা আরো বেশি বেড়ে চলেছে আর এর সাথে সাথে স্পামিং, সোর্স লিংক পোস্ট, শিটপোস্ট এইগুলা আরো বেশি বেড়ে গেছে।
এইগুলা কি আবল তাবল পোস্ট করেন ভাই বুঝিনা আপনে এরকম পোস্ট দিয়া ২৬ টা মেরিট কেমনে পান আমার মাথায় ডুকে না। যারা মেরিট দেয় তারাও শিট পোস্টার আর আপনারে কি বলবো। কেমনে ইমেজ পোস্ট করতে হয় এইটা যারা আজকে একাউন্ট খুলবে তারাও ভালো করে জানে। আপনে দেখেন newbie একাউন্ট থিকাও ইমেজ পোস্ট করা হইতেছে প্রতিনিয়ত কিন্তু ইমেজগুলা ডিস্প্লে হয় না কারন ইমেজ ডিসপ্লে করতে সর্বনিম্ন জুনিয়র মেম্বার বা কপার মেম্বার হওয়া লাগে। আপনারা কি কোনোদিনও সুদরাবেন না?
দয়া করে থ্রেড টারে আর স্প্যাম কইরেন না। আমি সবার কমেন্ট কোট করে দিলাম, পড়ে নিয়েন।নোট: এতো যে কথা বল্লাম কি ফায়দা হলো? আবার একজন সোর্স ইমেজ নিউজ পোস্ট মেরে দিলো। ওয়াও

এরপর থেকে সরাসরি Report to Moderator মেরে দিয়েন, আমিও তা করবো। একটু আগেই আমি এইসব আজাইরা পোস্ট নিয়ে বড়বড় করে একটা পোস্ট করলাম, সাথে গ্লোবাল মেম্বারদের কমেন্টও কোট করে দিলাম। পোস্টটি করার ১০ মিনিট যেতে না যেতেই, ঐ আবারো সেই নিউজ পোস্ট। কি বলবো? সরাসরি একশন নি নিলে এমনই করবে, কথা বলে লাভ নেই এদের। এরা সিনিয়রদের কথার ভ্যালু রাখেনা। Little Mouse ভাইকেও এক জায়গা দেখলাম একটা কমেন্ট করতে, যে তিনি এসব এজাইরা পোস্টের কারণে বাংলা থ্রেডে তেমন আসতেছেন না। সামান্য ইমেজ সো করার যোগ্যতাই হয় নাই এদের, আর এরা প্রথম দিন থেকে ইমেজ ইনসার্ট করা শুরু করে দিয়েছে।
এক কাজ করি। সিনিয়র যারা আছি তারা সবাই চলে যাই এখান থেকে। এরা নিজেদের সাথে কথা বলুক, স্প্যাম করুক। কার কি যায় আসে। এদের নিয়ে আশা নাই কোনো। ভাবছিলাম ২০২৪ এর শুরুতে হয়তো একটা নিজস্ব বোর্ড পাইলেও পাইতে পারি। এখন যা অবস্থা ২০২৬ শেষেও তা পাবো কিনা সন্দেহ।