এইগুলা কি আবল তাবল পোস্ট করেন ভাই বুঝিনা আপনে এরকম পোস্ট দিয়া ২৬ টা মেরিট কেমনে পান আমার মাথায় ডুকে না। যারা মেরিট দেয় তারাও শিট পোস্টার আর আপনারে কি বলবো। কেমনে ইমেজ পোস্ট করতে হয় এইটা যারা আজকে একাউন্ট খুলবে তারাও ভালো করে জানে। আপনে দেখেন newbie একাউন্ট থিকাও ইমেজ পোস্ট করা হইতেছে প্রতিনিয়ত কিন্তু ইমেজগুলা ডিস্প্লে হয় না কারন ইমেজ ডিসপ্লে করতে সর্বনিম্ন জুনিয়র মেম্বার বা কপার মেম্বার হওয়া লাগে। আপনারা কি কোনোদিনও সুদরাবেন না?
আপনি আগে পোস্ট পড়েন ভাই। আমি বলিনি যে কিভাবে পোস্ট এর ইমেজ দিতে হয়। আমি বলেছি যে আমরা যে ইমেজ লিংক বের করি ওইখানে ডুয়েল বিটস এর স্পন্সর দেওয়া হচ্ছে।