Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Little Mouse
on 28/10/2023, 02:43:35 UTC
নিজের সম্পদ নিরাপদ কি না তা জানার জন্য অবশ্যই এই প্রুভ অব রিজার্ভ সম্পর্কে একটি ভাল ধারনা নিতে হবে।
আপনি যদি আপনার সম্পদের নিরাপত্তার কথাই ভাবেন, তাহলে সেন্ট্রালাইজড এক্সচেঞ্জে ফান্ড রাখার চিন্তা করাটা কি উচিত? আমি আপনি যতই বলি অমুক এক্সচেঞ্জ প্রুফ অফ রিজার্ভ শেয়ার করেছে, আসলে ভেতরে ভেতরে অনেক ঘাপলা আছে। আমি কোন নির্দিষ্ট এক্সচেঞ্জ নিয়ে কিছু বলছি না। তবে সব টপ টায়ার এক্সচেঞ্জগুলোর মধ্যেই ঘাপলা আছে। সেটা যখন তাদেরকে প্রভাবিত করে কেবল তখনই আমরা সাধারণ মানুষ জানতে পারি। এইটাই ক্ষমতার মুল এডভান্টেজ আমার মতে। এফটিএক্স এর এইরকম কাজ কারবার সম্পর্কে কয়জন অবগত ছিল? কখন থেকে? আমরা কখন জেনেছি? আমরা জানতামও না যদি এফটিএক্স কিংবা স্যামের ক্ষমতা, মার্কেটে বাইন্যান্স কিংবা সিজি এর সমান হত।