Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Popkon6
on 28/10/2023, 08:48:25 UTC
⭐ Merited by hugeblack (2)
প্রুফ অব রিজার্ভ কি ?

যারা এই প্রুভ অব রিজার্ভ সঠিকভাবে রাখে এবং পাবলিকের সামনে তুলে ধরে তারা সাধারনত টপ একচেঞ্জারের লিস্টে থাকে। আবার যারা এই ধরনের কোন ফান্ড ব্যাক আপ হিসেবে 1:1 রাখে না তারা অত্যন্ত ঝুকিপুর্ণ হয়ে থাকে। যেমন আমরা এফ টি এক্স, এমটি গোকস এই সব একচেঞ্জার দেখেছিলাম যারা প্রুপ অব রিজার্ভ হিসেবে বিনিয়োগকারীদের ফান্ড 1:1 রেশিওতে রাখে নি তারা পরবর্তিতে কলাপস ও করেছে।
ক্রিপ্টোকারেন্সিতে বিনাঞ্চ টপ এক্সচেঞ্জার গুলোর মধ্যে অন্যতম একটি এক্সচেঞ্জ। আমরা অনেকেই অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন  এক্সচেঞ্জে আমাদের ডলারগুলো রাখি। সেটা হতে পারে Binance, Kucoin Etc exchange.
আমরা জানি যে আমাদের ডলারগুলো যে এক্সচেঞ্জে রেখেছি সেখানে নিরাপদে থাকবে তবে আমরা কিন্তু এটাও শিওর না যে সেখানে কতটুকু নিরাপদে থাকবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ডলারগুলো রাখার জন্য বিনাঞ্চ এক্সচেঞ্জ ব্যবহার করি। অনেকে আবার ট্রাস্ট ওয়ালেট ও কুকয়েনএ রাখে।
এখন কথা হল আমরা যে আমাদের ডলারগুলো এক্সচেঞ্জগুলোতে রাখছি সেগুলো কি প্রুফ অফ রিজার্ভের আওতাভুক্ত

আমি মূলত সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ গুলোতে ডলার রিজার্ভ রাখার পরামর্শ দেই না কারণ এখানে ডলারগুলো থাকলে নিরাপদ নয়। বিশেষ করে সেন্ট্রালাইজ এক্সচেন্জ অন্যের দ্বারা নিয়ন্ত্রিত তাই আপনার ফান্ড থাকলেও যতই নিরাপদে রাখেন না কেন এগুলো অনেক বিপদের সম্মুখীন। এক্সচেঞ্জ হ্যাক হয়ে গেলে অবশ্যই আপনার সম্পদ পুরোটাই বিফলে যাবে, (হয়তো আপনাকে ফেরত/ব্যাক দেবে কিনা জানিনা) কিন্তু আপনার সম্পদ পুরোটাই কিন্তু বিফলে গেল।

তাই যদি আপনি আপনার সম্পদ নিরাপদ রাখতে চান অবশ্যই হার্ডওয়ার্লেট গুলো ব্যবহার করতে পারেন। কারণ আমাদের দেশ থেকে অনেক বিদেশ প্রবাসী (হয়তো ভাই ও কারো বন্ধু-বান্ধব বেশি) ভাইরা পরিচিত রয়েছে তাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন ধরনের হার্ডওয়ার ওয়ালেট পাওয়া যায়। আমার মতে, যেমন Safepal X1, Safepal S1,Safepal S1 Pro ইত্যাদি ওয়ালেট গুলো খুবই ভালো। তাই এই সকল ওয়ালেট গুলো ব্যবহার করলে অবশ্যই আপনার সম্পদ নিরাপদ থাকবে। কারণ এই সকল ওয়ালেটের নিয়ন্ত্রক হলেন আপনি অথবা নিজে। সকলে মনে রাখবেন সকল ডিম একজুরিতে রাখা উচিত নয়