Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
DYING_S0UL
on 28/10/2023, 14:43:27 UTC
এর মতো আজাইরা ফাউল থার্ড ক্লাস কাজ আগে দেখিনি। তল্লাশির নামে হয়রানি। আমি কোন দল সাপোর্ট করি ফলো করি আমার পার্সোনাল ব্যাপার। এটা তো আমি কাউকে জবাবদিহি করতে বাধ্য নয়। তল্লাশি চালালে চালাবে মালামালের। কোনো অস্ত্র বা ক্ষতিকর জিনিস বহন করতেছি নাকি সেটা। আমি কে, কোন দলের লোক সেটাতো বিষয় না, সব্বোচ্চ হলে NID চাইতে পারে। নিজের পার্সোনাল ফোন ঘাটাঘাটি, আইডি ঘাটাঘাটি, এসব তল্লাশির নামে মানবাধিকার লঙ্ঘন বলে আমার কাছে মনে হয়ছে।

দেশের অবস্থা তো ভালো দেখিনা। আজ যে মারামারি কোপাকুপি দেখলাম। কাল নাকি আবার হরতাল। কাল কি হয় কে জানে। যারা ঢাকার মধ্যে আছেন তারা পারলে একটু খবরাখবর (সত্য), আপডেট জানায়েন। টিভি চ্যানেন, সাংবাদিক এসবে আমি বিশ্বাসী না, সব সরকারের কথায় চলে। আসলে কি ঘটতেছে তা দেখায় না। জাস্ট অন্যের ভুলগুলো দেখায়।

https://www.facebook.com/dhakatalk.bangla/videos/1349266955694017/?mibextid=rS40aB7S9Ucbxw6v



কোট

ভাই আপনার কি খেয়ে দেয়ে কামকাজ নাই? আহাম্মক এর মতো পোস্ট করেন তাও আবার হাজার টা বানান ভুল। ইন্টারনেটের ব্যবহার না জানলে কি আমরা এই ফোরাম ব্যবহার করতে পারতাম? এসব গ্রামের মুরব্বিদের শেখান কিভাবে ইন্টারনেট ব্যবহার করতে হয়। এমন এজাইরা পোস্ট করে ফোরাম স্প্যাম কইরেননা।