Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
cryptoWODL
on 30/10/2023, 15:02:20 UTC
ডানে বামে উপরে নিচে যাই বলেন, "বাংলাদেশের মতো নোংরা রাজনীতি পৃথিবীর আর কোনো দেশে নাই, আই রিপিট কোথাও নাই"।
যাই হোক, আমি কালকের জন্য অপেক্ষা করতেছি। বিরোধী দল তো ৩ দিনের হরতাল দিলো, কি হয় কে জানে। আমাদের এখানে আজ প্রচুর গাড়ি ঘোড়া জ্যাম দেখলাম। মানে বাসে ঢোকারও যায়গা নাই। ঢাকা মুখি সব বাস ভরা, বাস টার্মিনাল ফুল জ্যাম। সুপারভাইজারের সাথে কথা বলে বুঝলাম কাল হয়তো আমাদের এদিকে বাস চলবে না। আপনাদের দিকে কি অবস্থা? ইমনিই সমাবেশ নিয়ে প্রচুর মারামারি, কোপাকুপি, ফাটাফাটি হইলো। কাল আবার নতুন করে শুরু হবে এপিসোড টু। আমি ঢাকার বাহিরে আছি, তবে আমার এক ঢাকামুখি বন্ধু একটা ভিডিও পাঠাইছিলো আমাকে। দেখে আর কি বলবো। এমন মারা মারতেছে, ২ মিনিট আগেরও জ্যাতা মানুষ মরা হয়ে যাচ্ছে।
বাংলাদেশের মতো খারাপ রাজনীতি পৃথিবীর অন্য কোন দেশে হয় না। বাংলাদেশে রাজনীতির নামে ধ্বংসযজ্ঞ চালানো হয়। আমাদের এই সোনার বাংলাদেশে যে একবার ক্ষমতায় আসে সে আর ক্ষমতা হারাতে চায় না যার জন্য এরকম খারাপ পরিস্থিতি হয় প্রত্যেক পাঁচ বছর পর পর। রাজনীতিক ব্যক্তিদের কিছু হয় না শুধু মারামারি হয় সাধারণ জনগণ এবং প্রশাসনিক লোকের মধ্যে এমনকি তাদের মধ্যে হতাহত হয় এবং মারাও যায়। এইতো দুইদিন না একদিন আগে নয়া পল্টনে বিএনপির সমাবেশে একটি পুলিশ মারা গেছে। আবার অনেক বিএনপির লোকজন পুলিশের টিয়ারছেলে হতাহত হয়েছে। এখন ধরুন যে পরিবারের পুলিশ মারা গেল সে যদি সেই পরিবারের একমাত্র উপার্জনকারী হয় তাহলে তার ফ্যামিলি চলবে কিভাবে। এমনকি বাংলাদেশে হয়তো একটি ইতিহাসও সৃষ্টি হয়েছে এবার যে প্রত্যেক রাস্তায় পুলিশ চেক পোস্ট বসিয়েছে এমনকি প্রত্যেকটি বাসে লোকজন যাতায়াত করছে তাদেরকে চেক করা হচ্ছে তাদের ফোনসহ এভরিথিং। আবার শুনছি কালকে থেকে অবরোধ নাকি হরতাল শুরু হবে।