Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
tjtonmoy
on 30/10/2023, 18:18:55 UTC
মেনশন করেও লিস্ট টা দিতে পারেন.  তবে যদি দ্বিধাবোধ করেন তাহলে ইনবক্সে দিতে পারেন.

আমার মনে হয় না এভাবে পাবলিকলি আন্দাজে কারো নাম পোষ্ট করা ঠিক হবে (যেহেতু তারা সন্দেহভাজন)। শুধুমাত্র সন্দেহর ওপর ভিত্তি করে ট্যাগ মেরে দেয়া ঠিক হবে না। কারো নামে অপ প্রচার ও চালাতে চাই না। আপাতত লিটল মাউস ভাইয়ের সাথে আলাপ করে দেখি এই ব্যাপারে ভাই কি বলে, তারপর নাহয় আপনাদের সবার সোথেই শেয়ার করবো। তবে আপনারা সবাই আসলে বুঝতে পারবেন যে কি হচ্ছে। প্রোফাইল গুলো চেক করলেই খুব সহজেই বুঝতে পারবেন। এনারা সাধারনত কোনো প্রমিনেন্ট মেম্বার থেকে মেরিট পায় ও না আবার কোনো প্রমিনেন্ট মেম্বারদের কে মেরিট দেয় ও না। প্রোফাইল চেক করলে দেখবেন সব মেরিট একটা সার্কেল এর ভেতর ঘুরপাক খাচ্ছে। মানে হচ্ছে তারা মেরিট এবিউজ করে একাউন্ট ফার্মিং করছে।
সন্দেহের উপর ভিত্তি করে কাউকে তো আর ট্যাগ দেওয়া যায় না.  অবশ্যই যথাযথ পর্যবেক্ষণ এবং আলোচনার মাধ্যমে একটি সনাক্ত  করা হবে.  সবার সামনে বলতে সমস্যা হইলে ইনবক্সে পাঠাইতে পারেন. সন্দেহভাজন বলেই যে তাদেরকে সরাসরি বলা যাবে না এমন কোন কারন নাই. তারা দোষ করেছে তাদের ফেস করতেই হবে.

তবে আপনার বিষয়টাও বুঝতে পারছি. মেরিট সার্কেলিং করলে ধরা পড়বে এটার থেকে বাঁচার কোন দ্বিতীয় উপায় নাই. এদের জন্যই বাংলা কমিউনিটি টা নষ্ট হচ্ছে.  এই বিষয়টা নিয়ে কি হয় আমাকে আপডেট জানাবেন অবশ্যই.