Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bd officer
on 31/10/2023, 01:34:57 UTC
ডানে বামে উপরে নিচে যাই বলেন, "বাংলাদেশের মতো নোংরা রাজনীতি পৃথিবীর আর কোনো দেশে নাই, আই রিপিট কোথাও নাই"। যে দেশে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের বালিশ কিনতে খরচ হয় ছয় হাজার টাকা, যে দেশে বিশ্ববিদ্যালয়ের লিফ্ট ক্রয় করতে বিদেশ ভ্রমন করতে হয়, যে দেশে পিয়াজের দাম ১৫০ টাকা হয়, আলুর দাম ৭০ টাকা হয়, সে দেশের সরকারের কাছ থেকে কিই বা আশা করা যায়। আজকে কৃষিমন্ত্রীর কথা শুনছেন? তাদের নাকি ২ বছর লাগবে এই আলু পেয়াজের দাম স্বাভাবিকে আনতে, লল  Grin। কি বলবো আর?
ভাই কি আর করার যারা গরিব তাদের শুধু মরন চাপতেছে। দিন দিন জিনিস পত্রের যে দাম বাড়তেছে এতে যারা গরিব হয়তো তারা ৩ বেলা ঠিক মতো খাইতে পারতেছে না। পিয়াজের দাম এখন সেঞ্চুরি করেছেন, কয়েক দিনের ভিতরে দেখবেন ডাবল সেঞ্চুরি করবে। আমাদের বাংলাদেশ ডিজিটাল করে লাভ কি যদি গরিব মানুষ ৩ বেলা খাইতে না পারে।

একটা সময় ছিল যখন আমাদের হাতে এমন অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন ছিল না তখন কিন্তু কোন সমস্যা হয়নি।  তবে বর্তমানে আমরা এটির সাথে এমনভাবে যুক্ত হয়ে গিয়েছি  যে এটা ছাড়া  কোথাও চলতে অনেকটা  অসম্ভব লাগে।
কদিন আমি আমার এক বন্ধুর সাথে বাহিরে রিক্সায় করে ঘুরতে বের হয়েছিলাম হঠাৎ করে দেখি  পুলিশের অস্থায়ী চেকপোস্ট  সিগনাল দিল  থামার জন্য  তখন জাস্ট একটা ভয় যদি ফোন চেক করে  যদি বাইনান্স  বা অন্যান্য  ক্রিপ্টো কারেন্সি অ্যাপস গুলো সম্পর্কিত তাদের চোখে পড়ে  এই চিন্তাতে পুরো শরীর  শীতল হয়ে গিয়েছিল।  যাইহোক পরে তারা জাস্ট মানিব্যাগ এবং পকেট সার্চিং এর মাধ্যমে বিষয়টা শেষ করেছিল।

অ্যান্ড্রয়েড ফোন যেমন আমাদের উপকার করে তেমনি আবার সম্মুখীন হতে হয়। আমি জানি না যে ফোন চেক ক্রিপ্টোকারেন্সি জরিত ব্যাক্তিদের উদেশ্য চেক করা হচ্ছে কিনা। কিন্তু ফোন চেক করা নিয়ে মনে হয় আমি একটা নিউজ দেখেছিলাম,ফোন চেক করা হয়েছে সাধারণত রাজনৈতিক দলের পক্ষ থেকে। বিশেষ করে ফোন চেক করা হয়, চেক করে দেখা হয় যে বিএনপি ইত্যাদি দল করে কিনা। এর মধ্যে আমরা যারা ক্রিপ্টোকারেন্সি সাথে জড়িত আছি হঠাৎ করে যদি ভাগ্যক্রমে আমরা যদি সেই চেকপোস্টের সামনে ধরা পড়ে যাযই বা আমাদের ফোন চেক করে তাহলে তো আমাদের আর রক্ষা নেই। যাইহোক আমাদের নির্বাচনের এই কয়েকদিন খুবই সতর্ক থাকতে হবে। বাহিরে গেলে যে ফোনে ক্রিপ্টোকারেন্সি সহ তথ্য রয়েছে সেই ফোন বাসায় রাখা অনেক ভালো।

এর জন্য আমিও  কয়েকদিন চেষ্টা করেছি  অন্য একটা স্মার্ট ফোন নিয়ে  বাহিরে যাওয়ার জন্য  যেটাতে এই ধরনের তথ্য  নেই।  তারপরও ব্যর্থ হয়েছে ধৈর্য কুলায় না,  বাহিরে গেলে দেখা যায়  কিছু কিছু তথ্য  ওই মেইন ফোনটিতে রয়ে যায়।  যেমন একদিন বোকামির মতন একটা কাজ করেছিলাম   ওটিপি এর জন্য যে সিম কানেক্ট করা  সেই সিমটি সহ বাসায় ফোন রেখে  বাহিরে গিয়ে  বিনান্স  এ  সেল অর্ডার দিয়েছিলাম,  পরে আবার বাসায় এসে এক ঘন্টার বেশি সময়  পার করার পর রিলিজ করতে পেরেছি।
ভাই পিটুপি লেনদেন করার জন্য আপনি kucoin ব্যবহার করতে পারেন। kucoin পিটুপি লেনদেনে ক্রিপ্টো রিলিজ করে দেওয়ার সময় কোন OTP প্রয়োজন পরে না। কিন্তু একদিক দিয়ে অসুবিধা কুকয়েনে মাত্র ৫ টি ক্রিপ্টো পিটুপি সেল করা যায় আর বাইন্যান্সে ১০ টি এই দিক দিয়ে বাইন্যান্স অনেক ভালো।