ভাই কাউকে যদি টার্গেট করা হয় তাহলে যতোই চেষ্টা করুক না কেনো সে কোন ভাবেই বাংলাদেশের ইন্টেলিজেন্সিকে ফাকি দিতে পারবেনা, কয়েক হাজার কোটি টাকার যন্ত্র পাতি কেনা আছে আমাদের সরকারের, কিন্তু তারা ছোটোখাটো কোন ব্যাপারে সাধারণত নাক গলায়না, যদি আপনার আচরণ সন্দেহ জনক হয় আর আপনার খুব কাছের কেউ যদি কোন ধরনের ইনফর্মেশন না দেয় তাহলে কেউ তেমন ঘাটেনা । আর এখন না আগে থেকেই বাটন ফোন ও ট্র্যাক করা যায়।

টার্গেট করা আর এমনিতে রেন্ডম সার্চ এ ধরা খাওয়া সম্পূর্ণ আলাদা ব্যাপার। যদি আপনার নামে কেউ তথ্য দিয়ে দেয়, তখন তো তারা আপনাকে টার্গেট করেই খুজবে। আর সেই সময় আপনি বাটন ফোন চালাইলেন নাকি স্মার্ট ফোন চালাইলেন, সেটা বড় কোনো ব্যাপার নয়। তারা আপনার লোকেশন ট্র্যাক করতে চাইলে করতে পারবে। তবে এগুলো সাধারনত বড় ধরনের ক্রিমিনাল ধরার জন্য ব্যাবহার করা হয়ে থাকে।
এবার আসেন রেন্ডম সার্চ। অনেকটা কেচো খুড়তে গিয়ে সাপ বের হওয়ার মতো হবে। ধরেন আপনি বাইরে বের হলেন, পুলিশ মূলত মাদক কারবারিদের ধরতে সার্চ করতেছে, হঠাৎ দেখলো আপনার ফোনে ক্রিপ্টো কারোন্স লেনদেন করার এপস, ওনারা কি আপনাকে ছেড়ে দিবে?
@LB ভাই Crypto Currency অ্যাপস মোবাইলে থাকলে তারা ইচ্ছে করলেও ছেড়ে দিতে পারে কিন্তু আপনার ফোনে যদি জিয়াউর রহমান সহ তাদের ফ্যামিলির কারো ছবি যদি ওয়ালপেপার করা থাকে তাহলে পুলিশে আপনার চৌদ্দগুষ্টির দফা রফা করে দেবে । তাই মোবাইলে কতিপয় জিনিস কখনো এপ্স বা ওয়ালপেপার আকারে রাখবেন না।
1. বাইনান্স এক্সচেঞ্জ সহ একাধিক এক্সচেঞ্জের অ্যাপ্লিকেশন
2. কোন ক্রিপ্টোকারেন্সি রিলেটেড এয়ারড্রোব অ্যাপ্লিকেশন
3. কোন বিটকয়েন ফোরামের সার্ভিস আপনার ফোনে হোমপেজ করে রাখবেন না।
4. আপনার ফোনে কখনো কোন পর্ন ভিডিও রাখবেন না
5. আপনার ফোনে ধানের শীষ, তারেক জিয়া ও খালেদা জিয়া সহ বিএনপি রিলেটেড কোন পিকচার রাখবেন না
6. কোন গোপনীয় ডকুমেন্ট আপনার ফোনে আপাতত রাখবেন না
7. বিবাহ করা না থাকলে কখনো কোনো মেয়ের ছবি আপনার ফোনে রাখবেন না।
বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, পাঁচ বছর আগে এরকম পরিস্থিতিতে পড়েছিলাম যার কারণে আমি আর দ্বিতীয়বার এরকম ভুল করতে যাব না। প্রবাদে আছে ন্যাড়া দ্বিতীয়বার বেলতলায় যায় না।