বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, পাঁচ বছর আগে এরকম পরিস্থিতিতে পড়েছিলাম যার কারণে আমি আর দ্বিতীয়বার এরকম ভুল করতে যাব না। প্রবাদে আছে ন্যাড়া দ্বিতীয়বার বেলতলায় যায় না।
আমি বেল তলায় বার বার যাই ভাই। যাই হোক, আমি মূলত এসব ধরনের ঝামেলায় পড়ি নাই। ড্রাইভিং লাইসেন্স করার সময় প্রথমে তো একটা লার্নার কার্ড দেয় যেটা দিয়ে আপনি আপাতত লোকালে প্র্যাক্টিস করতে পারবেন। কিন্তু শহরে যেতে পারবেন না। আমি এসব আসলে জানতাম না। প্রথমবার মামলা খেতে খেতে ২৫০০ টাকা দিয়ে বেচে আসলাম। আবারো কয়েকদিন পর একই কারনে ৫০০ টাকা দিলাম। পরের বার সার্জেন্ট ছিলো না তাই অল্পতে বেচে গেছি।
নিজের লাইসেন্স চলে আসার পড়েও খেয়াল করে দেখলাম বেশিরভাগ সময় সাথে নিতে মনে থাকে না। বার বার বেল তলায় যাওয়া শুরু। তারপর থেকে লাইসেন্স সাথে ক্যারি করি। কালকে পোষ্ট পড়ার পর থেকে মোবাইলে ক্রিপ্টোকারেন্সি রিলেটেড সব এপস হাইড করে ফেলেছি। এছাড়া মোবাইলে আর কিছুই নাই যেটা দিয়ে পুলিশ হেনস্থা করতে পারে।