আমি কিন্তু কোনো অল্টারনেঠিভ ফোন ইউজ করি না। তবুও এমন একটা এপস ইউজ করি যেটা আমার এপস গুলো হাইড করে রাখে। তবে ইনষ্টলেড এপস এ গেলেই তো ফেসে যাবো। যাই হোক, যেহেতু গ্রামে থাকি, পুলিশের আনাগোনা এই এলাকায় তেমন নাই। তবে শহরে গেলেই সমস্যা। কম্পিউটারের মতো করে মোবাইল ডুয়েল বুট করা গেলে ভালো হতো। চেক করতে হবে যে এমন কোনো সিষ্টেম আছে নাকি।
[/quite]
ডুয়েল বোট এর অপশন নেই তবে শাওমি এবং বিভিন্ন ফোনের একটা ফিচার আছে যেটা হচ্ছে ডুয়াল স্পেস. আমি পিক্সেল ফোন চালাই এটিতে স্টক এন্ড্রয়েড. এজন্য বিষয়টা টিউটোরিয়াল আকারে দিতে পারলাম না. তবে আপনার ফোনে সেটিংস অপশনে গিয়ে ডুয়াল স্পেস লিখে সার্চ করলে একটা অপশন পেয়ে যাবেন. এখানে একটি সম্পূর্ণ নতুন অ্যান্ড্রয়েডের একটা ইন্টারফেস পাবেন. ফোনের নিজস্ব অ্যাপ গুলো ছাড়া অন্য কোন অ্যাপ ইন্সটল করা আছে আগে তা দেখাবে না. বলতে গেলে আপনাকে একটি নতুন ফোন দেওয়া হচ্ছে এবং এটিতে আপনি নিজের মতো নতুন করে যা যা ইচ্ছা চালাইতে পারবেন.
এবং আগের এপ্স গুলো চালাইতে চাইলে শুধুমাত্র আপনাকে একাউন্টটি সুইচ করতে হবে. মানে আপনার নিজস্ব ডাটা একটি ইউজার হিসেবে থাকবে এবং সেকেন্ড স্পেস এর নতুন ওই অ্যাকাউন্টে নতুন ডাটা হিসেবে সেটিও ব্যাকআপ থাকবে. এছাড়া অন্য কোন উপায় পাইলে অবশ্যই জানাবো. আপাতত যদি এই ফিচারটি আপনার ফোনে থাকে তাহলে ব্যবহার করতে পারেন. আর আপনাদের জানামতে কোন উপায় থাকলে আমাকে জানাবেন. কারণ স্টক ফোনে আমার ফিচারটি নেই.