Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 01/11/2023, 00:32:03 UTC
Xiaomi ফোনগুলাতে আমি দেখছি ২ টা ইন্টারফেস করা যায় আমি নিজেও ব্যবহার করছি যখন আমার Xiaomi ফোন ছিলো। এক লক এ এক ইন্টারফেস আসছে আরেক লকে আরেক ইন্টারফেস আসছে আপনি কম্পিউটারে যেমনটা করতে পারেন সেখানেও সেরকম করা যায় অপশনটার নাম সম্ভবত ছিলো (সেকেন্ড স্পেস)

আমি কালকে এটা পোষ্ট করার পর থেকেই এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেছি। যদিও ডিভেইসে একাধিক রম ব্যাবহার করা যায়। তবুও নিজের ডিভাইসে ঘাটাঘাটি করতে গিয়ে গুরুত্বপূর্ণ ফাইলগুলো হারাতে চাই না। আমার ফোন Xiaomi ব্রান্ডের না হওয়ায় এই ফিচার টা নাই। তবে অন্য কিছু ব্রান্ডের ফোনেও এই ফিচার টা আছে। কিন্তু আমি যে স্পেুসফিক মডেলটি চালাচ্ছি, সেটাতে কোনো ভাবেই সেকেন্ড স্পেস বা ডুয়েল স্পেস চালু করার উপায় নেই। তাই আপাতত ডিভাইসের ভেতরেই ভার্চুয়াল এনড্রয়েড নামে একটা এপ ইনষ্টল করেছি। এই এপ এর ভেতরে সব ইনষ্টল করবো আর এটাই হাইড করে রাখবো। বাইরে যেসব পুলিশ সার্চ করে, তারা অতিরিক্ত ট্যালেন্টেড না হলে এটা খুজে বের করা মুশকিল হবে।