Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
HelliumZ
on 01/11/2023, 01:04:14 UTC
⭐ Merited by hugeblack (2)

আমি কালকে এটা পোষ্ট করার পর থেকেই এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেছি। যদিও ডিভেইসে একাধিক রম ব্যাবহার করা যায়। তবুও নিজের ডিভাইসে ঘাটাঘাটি করতে গিয়ে গুরুত্বপূর্ণ ফাইলগুলো হারাতে চাই না। আমার ফোন Xiaomi ব্রান্ডের না হওয়ায় এই ফিচার টা নাই। তবে অন্য কিছু ব্রান্ডের ফোনেও এই ফিচার টা আছে। কিন্তু আমি যে স্পেুসফিক মডেলটি চালাচ্ছি, সেটাতে কোনো ভাবেই সেকেন্ড স্পেস বা ডুয়েল স্পেস চালু করার উপায় নেই। তাই আপাতত ডিভাইসের ভেতরেই ভার্চুয়াল এনড্রয়েড নামে একটা এপ ইনষ্টল করেছি। এই এপ এর ভেতরে সব ইনষ্টল করবো আর এটাই হাইড করে রাখবো। বাইরে যেসব পুলিশ সার্চ করে, তারা অতিরিক্ত ট্যালেন্টেড না হলে এটা খুজে বের করা মুশকিল হবে।
এতটা গুরুত্বসহকারে আমরা যেভাবে চিন্তা করছি এতটাও ভয় পাবার কোন কারণ নেই। আমার এক পরিচিত একজন আইনজীবী আছে তার কাছে একদিন এই বিষয় নিয়ে একটু আলোচনা করেছিলাম সে বলেছিল আপনারা বড় পরিসরে লেনদেন করতে যাবেন না। বড় পরিসরে লেনদেন করলে এই ডকুমেন্টগুলো আপনারা বের করতে পারবেন না এইজন্য যদি আপনার লেনদেন কেউ মেরে দেয় তাহলে এই বিষয় নিয়ে কেস করতে পারবেন না। তাছাড়া বাংলাদেশে আর্নিং করলে আমার মনে হয় না কোন সমস্যা হবে।
তবে যে সমস্ত বড় ভাইয়েরা ইতিমধ্যে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তাদেরকে কেস হিস্ট্রি ঘাটলে দেখতে পারবেন এরা অনেকেই অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে বড় ধরনের প্রলোবান দেখিয়ে।
আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার বাইনান্স পিটুপিতে লেনদেনের ক্ষেত্রে কয়েক দিন পর পর আপনার পেমেন্ট সিস্টেমটা পরিবর্তন করছে। এক একাউন্ট থেকে একাধিকবার লেনদেন করলে লেনদেনে পরিমাণটা অনেক বড় হয়ে যায়। কেউ যদি পুলিশের হাতে গ্রেপ্তার হয় তাহলে এই লেনদেনের পরিমাণ অনেক সময় কাল হয়ে যাবে।