এতটা গুরুত্বসহকারে আমরা যেভাবে চিন্তা করছি এতটাও ভয় পাবার কোন কারণ নেই।
জীবনে সব কিছুই সাধারন ভাবে নেবার ও কিছু নেই। জীবনে যতোবার ধরা খেয়েছি বিভিন্ন ভাবে, প্রতিবারই ভেবেছিলাম আরে কি আর হবে? কিন্তু যখন হয়েছিলো, তখন বুঝেছিলাম। প্রাইভেসি বিষয়টা একক জনের কাছে একক রকম। কেউ দেখবেন নিজের বউ বাচ্চা সহ ফেইসবুকে ছবি দিচ্ছে। কেউ আবার অর্ধ নগ্ন হয়ে নাচানাচি করছে, আবার কেউ শুধু নিজের ছবিগুলোই শেয়ার করছে। ব্যাপারগুলো একেক জনের কাছে একেক রকম। যেহেতু বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সি বৈধ নয়, এখানে সাবধানতা অবলম্বন করা ভুল নয়। আমি কখনো ক্রিপ্টো কারেন্সি নিয়ে ধরা খাইনি, এর মানে এই নয় যে আমি কখনো ধরা খাবো না। ছোট বেলায় বাবার মানিব্যাগ নিয়ে বাবার কাছেই দিতাম যে এটা থেকে টাকা দাও, কিন্তু একদিন বাবা যখন দেখলো আমি তার মানিব্যাগ ধরছি, সে ভাবলো আমি মনে হয় চুরি হয় করছি। আসলে আমি সেটা নিয়ে ওনার কাছেই দিতাম যে এটা থেকে টাকা দাও। কিন্তু সেদিন মার খেয়েছিলাম চুরির দোষে। আপনি যতোই এক্সকিউজ দেন না কেনো। ওনারা আপনাকে নেগেটিভ কিছুতে জড়িয়ে দেবে। সেটা হোক আপনার ইনকাম করা বিটকয়েন, বলবে আপনি টাকা পাচার করছেন।