Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Z_MBFM
on 01/11/2023, 16:28:44 UTC
কম্পিউটারের মতো করে মোবাইল ডুয়েল বুট করা গেলে ভালো হতো। চেক করতে হবে যে এমন কোনো সিষ্টেম আছে নাকি।
গেস্ট ইউজার হিসেবে ফোন ব্যবহার করতে পারেন। একই ফোনে একের অধিক ইউজার একাউন্ট ব্যবহার করা যায়। একটি ক্রিপ্টোর জন্য ব্যবহার করবেন। আর একটি বাইরে যাওয়ার মত করে মডিফাই করে নিবেন।
তবে, ভালো হয় এন্ড্রয়েড ব্যবহার না করলেই। শুধু বাইরে না, বাসায়ও ব্যবহার না করাই ভালো।
আমি বেশ কিছুদিন Apple ব্যবহার করছি এটা অনেক সিকিউর কিন্তু এটার কয়েকটা সমস্যা হলো এর অত্যাধিক দাম যার কারণে আসলে এটা ব্যবহার করার এবিলিটি সবার হয় না আবার দ্বিতীয়তঃ এটাতে চার্জ কম থাকে তাই অ্যান্ড্রয়েডের মত রাফ ব্যবহার করা সমস্যা। আমি চার্জের ঝামেলার জন্য apple 12 pro max বিক্রি করে Samsung এ মুভ করছি। তবে Apple আর Android দুইটার ভিন্ন মজা। তবে সিকিউরিটির জন্য apple ব্যবহার করাটা ভালো আর দেখবেন এর জন্যই যত বড় বড় নেতা, এমপি মন্ত্রি, সেলিব্রিটি সব Apple এর মধ্যেই থাকে এন্ড্রয়েড এভোয়েড করে এরা। যেহেতু বাংলাদেশে ক্রিপ্টো এখনো বৈধ না তাই সিকিউরিটির জন্য Apple ব্যবহার করা উচিৎ যদি সামর্থ্য থাকে। আমি আবারো Android চালান বাদ দিবো কিন্তু বর্তমানে কিছুটা ফাইনানশিয়াল ক্রাইসিসে আছি তাই মন চাইলেও মুভ করতে পারতেছি না।