Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
tjtonmoy
on 01/11/2023, 18:00:01 UTC
তাছাড়া বিভিন্ন অ্যাপস হাইডার ব্যবহার করতে পারেন,  এক্ষেত্রে আপনি ক্যালকুলেটর আইকন ওয়ালা  অ্যাপস গুলো ব্যবহার করতে পারেন।

তবে এগুলো সব ফিচারস ইউজ করার জন্য  আপনার ফোন কেউ স্ট্রং হতে হবে Second Space  অপশনটি আমার কাছে খুব ভালো লেগেছিল কিন্তু আমার ফোনের বয়স  দুই বছরের বেশি, ব্যবহার করতে গিয়ে দেখলাম প্রচুর ল্যাগিং।
আমি এই বিষয়ে একটা রিভিউ বানাতে চাইছিলাম.   কিছু অ্যাপ ট্রাই করে দেখেছি তবে আমার কাছে HideU: Calculator lock  অ্যাপটা অনেক ভালো লেগেছে.  এইটা সাধারণত একটি launcher হিসেবে কাজ করে. এর ফলে আপনার ফোন শক্তিশালী হওয়ার প্রয়োজন নেই.   অনেক লাইট অ্যাপ  যার ফলে কম Ram এবং  দুর্বল প্রসেসর হইলেও স্মুথলি চালাতে পারবেন.  ব্যবহার করাটাও একদম ইজি.  4 নাম্বারের পিন দিয়ে =  বাটনে চাপ দিলে আপনাকে হিডেন অ্যাপগুলোতে নিয়ে যাবে.  যাদের সেকেন্ড স্পেস ফিচারটা নাই তারা এটা ব্যবহার করতে পারেন.  অ্যাপটা নরমাল ক্যালকুলেটরের মতোই কাজ করে এবং শুধুমাত্র পিন দিয়ে বাটনে চাপ দেয়ার পরেই আপনার হিডেন অ্যাপ গুলো শো করবে.

ফোনের ইন্টারফেসটা বদলে যেতে পারে তবে ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন.  আর যদি ব্যবহার করেন তবে ফোনের সাথে দেওয়া ক্যালকুলেটর অ্যাপটি হাইড করতে ভুলবেন না.  নিচে অ্যাপের স্ক্রিনশট দিলাম.  নিজে রিস্ক নিয়ে ইউজ করবেন.  অ্যাপ ইউজের ফলে কোন ক্ষতি হইলে আমি  দায়ী না.

SS: