Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Review Master
on 02/11/2023, 21:24:30 UTC
⭐ Merited by Learn Bitcoin (1)
মিলিয়ন কিংবা এর ১০ ভাগের ১ ভাগ ইনকাম করা শেষে ফোরামে আবার এক্টিভ হইয়া নিজের পদোন্নতিতে মনোনিবেশ করবো, যেন Legendary পদে যেতে পারি  Grin। ততোদিন দোয়া রাইখেন।

যদিও মিলিয়ন কিংবা তার ১০ ভাগের ১ ভাগ হোল্ডিং হয়নি। আর এই বেয়ার মার্কেটে তেমন কিছু মজাদার পাইতেছি নাহ, তাই ভাবলাম ফোরামে আরেকবার ঢু মেরে যাই।

যাই হোক, মনে হয় ফোরামে কিছু তথ্যবহুল পোষ্ট করবো, যদি সময় পেয়ে যাই। যদিও মূল উদ্দেশ্য থাকবে আমার কমিউনিটির ইংরেজি পোস্টগুলোকে বাংলায় সংক্ষেপে এখানে পোষ্ট করার।  Grin

আমার ফোরামে ফেরত আসাতে কারো কি সমস্যা হয়েছে নাকি, বুঝলাম কার এত ফ্রি সময় ছিল যে, আমার পুরাতন পোষ্টগুলোতে ভুয়া রিপোর্ট মেরে এই কাহিনী করছে।  Grin যাই হোক বেশি কিছু নাহ বলি, আমি নিজের মতো করে সবার জন্য পোষ্ট করতে থাকবো। বাকি যার ফ্রি সময় আছে, সে তার কাজ করবে। আমার কোনো সমস্যা নেই।


এখন আসি কিছু আপডেট এবং কিছু প্রজেক্টের তথ্য নিয়ে, যেগুলো আপনাদেরকে হয়তো সহায়তা করবে। বাকি আপনাদের বিশ্লেষণের উপর নির্ভর করবে, আপনারা কেমন লাভবান হবেন এসব থেকে।

Pyth Airdrop: Chainlink এর নাম আমরা সকলেই জানি প্রায় এবং Pyth Network হইলো Chainlink এর প্রতিযোগী। আর এরা মূলত on-chain oracle price কিংবা বাংলা ভাষায় ডিসেন্ট্রালাইজ বিভিন্ন প্রজেক্টকে টোকেন কিংবা কয়েনের মূল্য কত চলে, সেটি প্রদান করে থাকে। যদিও মার্কেটে আরো অনেক প্রতিযোগী রয়েছে, ওটা মূল বিষয় নয়। সম্প্রতি Pyth Network এয়ারড্রপের বিষয়টি পোষ্ট করেছে এবং যেসকল ব্যবহারকারী Pyth Network এর oracle price feed ব্যবহার করা প্রজেক্টগুলো ব্যবহার করে ছিল, তারা সকলেই প্রায় এই টোকেনের এয়ারড্রপ পাবেন। যারা HMX এর এয়ারড্রপ পেয়েছেন এবং তাদের Beta version এ ট্রেডিং করেছেন। তাদেরকে অভিনন্দন, কারণ HMX প্রজেক্টটি Pyth Network এর oracle feed ব্যবহার করেছে এবং আমরা তাদের dApp এ ট্রেড করায় PYTH টোকেনের এয়ারড্রপ পাবো।

--> এখানে আপনাদের ওয়ালেট কানেক্ট করে এয়ারড্রপের পরিমাণ দেখতে পারেন: https://airdrop.pyth.network/review-eligibility


Vaultka Airdrop: আমি গত ২২ অক্টোবরের পোষ্টেই এই প্রজেক্টের বিষয়টি সংক্ষেপে তুলে ধরেছিলাম। যারা অংশগ্রহণ করেছিলেন, তাদের অভিনন্দন এয়ারড্রপটির জন্য। যদিও এখানে রিওয়ার্ডের পরিমাণ আপনার স্টেকিং করা অর্থের উপর নির্ভর করবে। কারণ যত আপনি বড় অর্থ স্টেকিং করেছিলেন, তত বেশি পয়েন্ট পেয়েছিলেন। আর তার উপরই আপনার রিওয়ার্ডের পরিমাণ নির্ভর করেছে। আমি প্রায় ১২ হাজার পয়েন্ট পেয়েছিলাম এবং $২০০ এর সমপরিমাণ esVKA টোকেন এয়ারড্রপে পেয়েছি।

Vaultka প্রজেক্টের এয়ারড্রপ: https://twitter.com/officialbitbyte/status/1705700394931015844
সংক্ষিপ্ত বর্ণনা: প্রজেক্টি মূলত Leveraged Farming প্রজেক্ট, অর্থ্যাৎ এখানে আপনারা চাইলে নিজেদের স্টাবলকয়েন যেমন USDC.e, USDC, DAI ইত্যাদি লেন্ডিং করার মাধ্যমে রিওয়ার্ড পেতে পারেন কিংবা বিভিন্ন লেভারেজ ট্রেডিং প্লাটফর্মের LP টোকেনগুলোতে 5x পর্যন্তু লেভারেজ ব্যবহার করে স্ট্যাটেজি ভল্ট ব্যবহারের মাধ্যমে রিওয়ার্ড পেতে পারেন। এটি সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ প্লাটফর্ম !!


--> এখানে আপনাদের ওয়ালেট কানেক্ট করে এয়ারড্রপের পরিমাণ দেখতে পারেন: https://www.vaultka.com/app/airdrop

আমি ব্যক্তিগতভাবে vaultka এয়ারড্রপের টোকেনগুলো স্টেকিং-এ রেখে দিয়েছি। কারণ আমি মনে করি, টোকনটি $১ কিংবা এর কাছাকাছি যেতে পারে। যেহেতু esVKA এর vesting আছে, তাই VKA টোকেনের মূল্য $0.50 স্পর্শ করলে, আমি vesting এ দিবো, যেন esVKA টোকেনকে VKA টোকেনে পেতে পারি।
টুইট লিংক:  https://twitter.com/officialbitbyte/status/1720043359941894562


এখন কিছু নতুন প্রজেক্ট নিয়ে কথা বলা যাক। আমি শুধু পোষ্টের লিংকগুলো দিবো, যাদের ইচ্ছা দেখে নিয়েন। কারণ আমি হয়তো প্রজেক্টগুলো নিয়ে সামনে টুইটারে বিস্তারিত পোষ্ট করবো।  Wink
Good Entry Retrodrop:  https://t.me/bitbytecrypto/66976
Navigator Exchange Testnet:  https://t.me/bitbytecrypto/66979
Surf Protocol Testnet:  https://t.me/bitbytecrypto/67019

এই তিন প্রজেক্ট নিয়ে বেশি কিছু লেখলাম নাহ, কারণ লিংকে গেলেই আপনারা সংক্ষিপ্ত বিবরণি পেয় যাবে। আর আমি সময় পেলে টুইটারে পোষ্ট করবো এবং এখানে সেটি সকলের জন্য শেয়ার করবো, যেমনটা vaultka এয়ারড্রপের ক্ষেত্রে করেছিলাম । বাকি আপনারা নিজেদের দক্ষতা ব্যবহার করে বিশ্লেষণ শেষে যেটিতে মন চায়, সেটিতে অংশগ্রহণ করতে পারেন।  Grin