Post
Topic
Board Other languages/locations
Re: এসএসডি
by
Learn Bitcoin
on 06/11/2023, 06:44:02 UTC
যদিও আমার কাছে এই মুহূতে কোনো কম্পিউটার বা ল্যাপটপ নাই। জানুয়ারির দিকে কেনার চিন্তা ভাবনা করতেছি। তবুও এটা ব্যাকআপ প্লান হিসেবে রাখছে চাচ্ছি। ৫-৬ হাজারে ৩-৫ বছরের ওয়ারান্টি সহ এগুলো কেনা কেমন হবে? কেউ কি এসব ব্যবহার করছেন বা এমন পদ্ধতি? Learn Bitcoin,  Smiley

[1] https://www.ryanscomputers.com/transcend-esd310-512gb-usb-type-a-and-type-c-otg-black-portable-ssd

[2] https://www.ryanscomputers.com/transcend-esd260c-250gb-usb-3.1-gen-2-type-c-silver-portable-ssd

আমি আসলে এগুলো কখনো ব্যাবহার করি নাই। তাই এই ব্যাপারে আমার তেমন কিছু জানা নাই। আমার পিসিতে ADATA একটা nvme লাগানো আর Azek না কি জানি একটা এসএসডি লাগানো আছে। আগে ২ টেরাবাইট করে হার্ড ডিস্ক ছিলো, দুইটা ডিস্ক নষ্ট হইছে আর সাথে সাথে ফাইল গুলোও হারিয়েছি। তাই আর হার্ড ডিস্ক ব্যাবহার করতে চাচ্ছি না। আর প্রাইভেসির ব্যাপারে বলবো, বাসার ডেস্কটপে যদি কেউ হানা দেয়, তাঁরা যথেষ্ট প্রমাণ এবং তথ্য নিয়েই আসবে। হয়তো আপনার কাছের কেউ শত্রুতা করে রিপোর্ট করতে পারে। আমি আপাতত লিন্যাক্স এবং উইন্ডোজ ডুয়েল বুট করে চালাচ্ছি। উইন্ডোজ এ ক্রিপ্টো রিলেটেড তেমন কিছু নাই। কিন্তু ব্রাউজার হিস্টোরি দেখলেই বুঝবে এই বেটা বিটকয়েন ইউজার। আর মোবাইলে ফোনে একটা ভারচুয়াল এন্ড্রয়েড ব্যাবহার করতেছি। সেখানেই সব ক্রিপ্টো রিলেটেড এপ্স। তবে খুব শিগ্রই ফোন চেঞ্জ করবো।

কথা মতো গতকাল রাতে গ্লোবাল বোর্ড এ ২ ঘণ্টায় একটা টিউটোরিয়াল পোষ্ট করেছি। আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন।

[Eng: Tutorial] PGP Signature - Encrypt/Decrypt message (Linux Only) লিন্যাক্স ইউজারদের জন্য।
[Eng: Tutorial] PGP Signature - Encrypt/Decrypt message - Fingerprint -mdayonliner- English উইন্ডোজ ইউজারদের জন্য।
PGP Tutorial Bangla বাংলায় উইন্ডোজ ব্যাবহার কারীদের জন্য।

যদি সময় পাই, এন্ড্রয়েড ইউজারদের জন্য দেখবো। শুধুমাত্র কেউ ইন্টারেস্টেড হলে। নয়তো হুদাই সময় নষ্ট।