আগে ২ টেরাবাইট করে হার্ড ডিস্ক ছিলো, দুইটা ডিস্ক নষ্ট হইছে আর সাথে সাথে ফাইল গুলোও হারিয়েছি। তাই আর হার্ড ডিস্ক ব্যাবহার করতে চাচ্ছি না।
HDD এর যুগ শেষ ভাই। এখন সব্বোর্চ্চ ব্যবহার হয় জিনিসপাতি রাখার জন্য। বাট যারা টেক নিয়ে সচেতন তারা HDD এর ধারের কাছেও যায় না। প্রথম চয়েজই SSD। ফাস্ট এন্ড রিলায়বেল।
কথা মতো গতকাল রাতে গ্লোবাল বোর্ড এ ২ ঘণ্টায় একটা টিউটোরিয়াল পোষ্ট করেছি। আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন।
যদি সময় পাই, এন্ড্রয়েড ইউজারদের জন্য দেখবো। শুধুমাত্র কেউ ইন্টারেস্টেড হলে। নয়তো হুদাই সময় নষ্ট।
পোস্টটি ভালোই ছিল। তবে এন্ড্রয়েডের জন্য যদি বনাতে চান তবে হালকা পাতলা ঝামেলা হতে পারে। PGP না বাট আমি একবার এমন একটি ইনক্রিপশন ফোনে ব্যবহার করার চেষ্টা করছিলাম। এটা মূলত SSH ছিল। এটা দ্বারা ক্লায়েন্ট আর সার্ভারের মধ্যে ইনক্রিপ্টটেড কানেকশন স্থাপন করা হয়। অথিনটিকেট করার জন্য। আমার গিটহাবে লাগতো, ফোন দিয়ে Push Pull Commit করতে। SSH Key গুলো স্টর করে রাখা পেরা লাগছে আমার কাছে। আর টারম্যাক্স আপস্ আনইনস্টল করলে, সব টুলস পুনরায় ইনস্টল করতে হতো।
পিসিতে চাইলে সহজেই একটা text/doc ফাইল করে তাতে key গুলো রাখা যায়, বাট ফোনে রাখা রিস্ক লাগে আমার কাছে।
যাই হোক যেহেতু কে জানি বললো বানায় রাখা ভালো তাই বানায় রাখেন। কেউ না কেউ নিশ্চয় দেখবে। তবে আগে চেষ্টা করেন ENG এ বানাতে। এখানে দর্শক বেশি।

কি একটা অবস্থা! মাইকিং করে শিক্ষার্থী পেটানোর ঘোষনা দেয়া হচ্ছে। আপনাদের কেউ আছে নাকি আশে পাশে। আমার অনেক পরিচিতরা এখানে পড়ে।
https://www.facebook.com/100071055412572/posts/pfbid0Kg4tjPrPfYobH1k5MZXDtndHxyJ3CX5ZxdKSvUfYxJAUcRetJegWX38uQ16oEaKil/?app=fbl