Post
Topic
Board Other languages/locations
Re: এসএসডি
by
Learn Bitcoin
on 06/11/2023, 14:41:09 UTC
যাই হোক যেহেতু কে জানি বললো বানায় রাখা ভালো তাই বানায় রাখেন। কেউ না কেউ নিশ্চয় দেখবে। তবে আগে চেষ্টা করেন ENG এ বানাতে। এখানে দর্শক বেশি।  Wink

হঠাৎ করে মাথায় আসলো যে এনড্রয়েড এ তো লিন্যাক্স রান করা যায় শুনেছিলাম, কেমন হয় সেখানে যদি ডেস্কটপ এনভায়রনমেন্ট ইনষ্টল করে সেটাতে পিজিপি ট্রাই করি? এক সাথে দুইটা কাজ হবে। পিজিপি এর কাজের পাশাপাশি লিন্যাক্স নিয়ে একটু ঘাটাঘাটি করা যাবে। বাংলাদেশ থ্রেড এ মোবাইলের এটা পোষ্ট করা যায় মনে হয়। কারন আমার মনে হয় আমাদের থ্রেড এর বেশিরভাগ মানুষ মোবাইল ইউজার। জানি না এগুলো আসলেই কারো কাজে আসবে কি না। তবে মোবাইলে যদি লিন্যাক্স ইনষ্টল করতে পারি, তাহলে একটা পোষ্ট লেখবো।