Post
Topic
Board Other languages/locations
Re: এসএসডি
by
cryptoWODL
on 06/11/2023, 15:03:23 UTC
কি একটা অবস্থা! মাইকিং করে শিক্ষার্থী পেটানোর ঘোষনা দেয়া হচ্ছে। আপনাদের কেউ আছে নাকি আশে পাশে। আমার অনেক পরিচিত ছোট ভাই ব্রাদার, রিলেটিভ এখানে পড়ে।

https://www.facebook.com/100071055412572/posts/pfbid0Kg4tjPrPfYobH1k5MZXDtndHxyJ3CX5ZxdKSvUfYxJAUcRetJegWX38uQ16oEaKil/?app=fbl
ভাই আপনার উল্লেখিত ভিডিও দেখে আমার কলেজে ঘটে যাওয়া একটি ঘটনার কথা মনে পড়লো। আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি এবং ইয়ার চেঞ্জ পরীক্ষা দিচ্ছি আমাদের নিজস্ব কলেজ ক্যাম্পাসে। প্রত্যেক কলেজেই ছাত্র রাজনীতি আছে।
সেই রাজনীতি নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয় এবং এটি এমন এক পর্যায়ে চলে যায় যে, আমাদের পরীক্ষা স্থগিত করতে বাধ্য করতে হয়। যখন পরীক্ষা স্থগিত করার পর আমরা রুম থেকে বের হই তখন দেখি রাস্তায় এর পক্ষের লোক রাম দা, চাপাটি, কুড়ালসহ আরো বিভিন্ন হাতিয়ার নিয়ে দৌড়াচ্ছে। সেটা সত্যিই অনেক ভয়াবহ দিন ছিল তবে সৌভাগ্য ছিল যে কেউ কাউকে হতাহত করতে পারেনি তার আগেই পুলিশ এসেছিল। ঐদিন আমাদের কলেজের অনেকেই অনেক ভয় পেয়েছিল।