Post
Topic
Board Other languages/locations
Re: এসএসডি
by
Crypto Library
on 06/11/2023, 16:23:14 UTC
যদিও আমার কাছে এই মুহূতে কোনো কম্পিউটার বা ল্যাপটপ নাই। জানুয়ারির দিকে কেনার চিন্তা ভাবনা করতেছি। তবুও এটা ব্যাকআপ প্লান হিসেবে রাখছে চাচ্ছি। ৫-৬ হাজারে ৩-৫ বছরের ওয়ারান্টি সহ এগুলো কেনা কেমন হবে? কেউ কি এসব ব্যবহার করছেন বা এমন পদ্ধতি? Little Mouse, Crypto Library, Learn Bitcoin, LDL ভাই।  Smiley
[1] https://www.ryanscomputers.com/transcend-esd310-512gb-usb-type-a-and-type-c-otg-black-portable-ssd
আপনি দুইটা অপশন দিয়েছেন এর মধ্যে আমি মনে করি ট্রানসেন্ডের এই ভার্সনটা নিলে ভালো হবে এটাতে ইউএসবি এবং টাইপ সি এ দুটোই রয়েছে আর যদি দেখেন রিড রাইট স্পিড মোটামুটি ভালো লেগেছে। এই ডিভাইসটা আমার ভালো লেগেছে আমি নিজেও চিন্তা করতেছিলাম যে আমার জন্য একটা পোর্টেবল এসএসডি কিনব ওই পোর্টেবল এস এসডিকে ভার্চুয়াল বক্স দিয়ে কম্পিউটার অপারেটিং সিস্টেম গুলো ইনস্টল করতে চেয়েছিলাম। যাইহোক আমিও এখন এটা নেওয়ার চিন্তাভাবনা করব কারণ সাইজে ছোট ইউজ করা সুবিধা হবে।

Indirectly: উপরের প্রসেস পেরা লাগলে, আপনি ক্লাউড সার্ভার থেকে সরাসরি রিমোটলি লিনাক্স বা উইন্ডোজ চালাতে পারবেন। হ্যা দুইটাই চালানো যায়। এগুলোকে RDP (Remote Desktop Protocol) বলে। তবে এগুলো পেইড। RDP কিনতে হয়। আপনি আপনার পছন্দ মাফিক, RAM, ROM, CPU, Net Connection ইত্যাদি সিলেক্ট করে কিনতে পারবেন। ছাএদের জন্য সুবিধা আছে, যদি আপনি কোনো ভালো ভার্সিটিতে পড়েন, তাহলে সেখানকার edu মেইল ব্যবহার করে ফ্রি RDP ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে Microsoft সুবিধা দেয়।
ক্লাউড সার্ভার কতটুকু নিরাপদ হতে পারে এটা নিয়ে যদিও আমার প্রশ্ন রয়েছে। আচ্ছা আজ থেকে দুই তিন বছর আগে edu মেইল ক্রিয়েট করা শিখেছিলাম। অবশ্য তখন আমি হাই স্কুলে পড়ি কোন কারনে যেন শিখেছিলাম কিন্তু এখন ওই ভিডিওটার কথা মনে নেই। মূল কথা এখানে তো অপশন অবশ্যই রয়েছে যে ভার্সিটিতে না পড়েও edu mail ক্রিয়েট করা যেতে পারে। যদিও কিভাবে ক্রিয়েট করা যায় সেই সব সোর্সগুলো বর্তমানে আমার মনে নেই । তবে আমি মনে করি সবার একটা edu mail থাকা প্রয়োজন কারণ এই মেইল এর মাধ্যমে অনেক সফটওয়্যার বা সার্ভিস এর ক্ষেত্রে সুবিধা ভোগ করা যায়।