আপনি ফুল মেম্বার হয়েছেন সেজন্য আপনাকে অভিনন্দন। গত মাসে আপনি মেম্বার ছিলেন এবং মেম্বার থেকে সম্ভবত দ্বিতীয় সর্বোচ্চ পোস্ট করেছিলেন আশা করছি আপনি ফুল মেম্বার হয়ে বাংলায় আপনার পোস্ট এর পরিমাণ কমিয়ে দিবেন না। আগে যেরকম একটিভ থাকতেন আশা করছি এখনো সে রকম একটিভ থাকবেন।
ইনশাআল্লাহ ফোরামে যতদিন আছি ততদিন আপনাদের সাথে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। ফোরামের উন্নতি সাধনে আপনাদের সবার পাশাপাশি আমিও এখানে কন্ট্রিবিউশন করার চেষ্টা করব। অনেকেই শুধুমাত্র র্যাঙ্ক চেঞ্জ হওয়ার সাথে সাথেই এখানে এক্টিভিটি কমিয়ে দেয় কিন্তু আমি এরকম কাজ করব না যতদিন সম্ভব এখানে আমি একটিভ থাকার চেষ্টা করব। যদি আপনাদের একান্ত সহযোগিতা পাই তাহলে এখানে আমিও আপনাদের মত কনস্ট্রাক্টিভ পোস্ট করার চেষ্টা করব। যদিও আমি একজন ক্ষুদ্র ইউজার তবুও আমি আপনাদের পোস্টগুলো পড়ে যথেষ্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। কেননা গ্লোবাল থেকে আমি যতই তাদের ভালো পোস্ট পড়ি না কেন আমার মাতৃ ভাষার মত এত সহজে ও ওগুলো বোঝা সম্ভব নয়। তাই সর্বদা একবার হলেও দিনে আমার কমিউনিটিতে আসার চেষ্টা করি।