Post
Topic
Board Other languages/locations
Re: এসএসডি
by
Fuso.hp
on 07/11/2023, 04:28:08 UTC
quote author=Fuso.hp link=topic=631891.msg63112422#msg63112422 date=1699252747]
snip~
ভাই আপনি কোট করতে কিছু টা ভুল করে ফেলেছেন। পোস্ট এডিট করে ঠিক করে দিলে ভালো হবে। ২ জনের পোস্ট আপনি একত্রে করে ফেলেছেন।
[/quote]
দুইজনের প্রশ্নের উত্তর যদি আমি একই পোষ্টের মাধ্যমে দিতে পারি তাহলে দুইটা পোস্ট আলাদা করে কোট করার কি দরকার সেটাই আমি বুঝিনা। আমি যে উত্তরটা দিয়েছি সেই উত্তর পড়ার আগে আপনি আমি যে দুইজন ইউজারকে কোট করেছি তাদের পোস্ট পড়েন তাদের দুজনের পোস্ট ভালোভাবে পড়ার পর আমার উত্তরটা পড়েন আশা করছি আপনি বুঝতে পারবেন দুইজনের উত্তর আমি একসাথে থেকে সক্ষম হয়েছি।
সবাই আমাকে শুভেচ্ছা দিয়েছেন এজন্য আমি আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক খুশি হয়েছি এবং আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
~~
আপনি ফুল মেম্বার হয়েছেন সেজন্য আপনাকে অভিনন্দন। গত মাসে আপনি মেম্বার ছিলেন এবং মেম্বার থেকে সম্ভবত দ্বিতীয় সর্বোচ্চ পোস্ট করেছিলেন আশা করছি আপনি ফুল মেম্বার হয়ে বাংলায় আপনার পোস্ট এর পরিমাণ কমিয়ে দিবেন না। আগে যেরকম একটিভ থাকতেন আশা করছি এখনো সে রকম একটিভ থাকবেন।