Post
Topic
Board Other languages/locations
Re: $১০০ ডলারকে $১.৬ মিলিয়ন ডলারে পরিণত করার মিশ
by
Little Mouse
on 07/11/2023, 15:16:11 UTC
১০০*২=২০০
-বাদ দেয়া হয়েছে -
৮১৯২০০*২=১৬৩৮৪০০
আমার এই জার্নির প্রথম বিনিয়োগ করা হয়েছে ✅
কিছুদিন আগে আমি ১০০ ডলার বিনিয়োগ করেছি। ১০০ ডলারের ENJIN ক্রয় করেছি। তারা এই মাসের ১৩ তারিখ তাদের নিজস্ব ব্লকচেইন নিয়ে আসবে। আমি আশা করছি আমার এই জার্নির প্রথম স্টেপ খুব শীঘ্রই ডান হবে।
যারা আমার সাথে এই জার্নিতে অংশগ্রহণ করতে চান, তারা আমার টেলিগ্রামে নক দিন। আপনার ফান্ড আপনার কাছেই থাকবে। আপনার ফান্ড আমাকে দিতে হবে না। শুধু সবাই মিলে আলোচনা করতে পারবো যেটা আমাদেরকে কিছু ভালো প্রজেক্ট খুজে পেতে সহায়তা করবে।

বিনিয়োগ- Enjin
দাম- $০.২৩৩
বিক্রয় লক্ষ্য- $০.৪৬৬
আপডেটঃ
এখনৈ ২এক্স হিট না করলেও গত এক সপ্তাহে enjin এর দামে ব্যাপক পরিবর্ত্ন এসেছে। আজকে $০.৩৩+ দাম ইঠেছিল। আমরা আশা করতে পারি অতি শীঘ্রই আমাদের স্টেপ ১ সম্পন্ন হবে।