Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: $১০০ ডলারকে $১.৬ মিলিয়ন ডলারে পরিণত করার মিশ
by
Z_MBFM
on 08/11/2023, 08:05:23 UTC
⭐ Merited by Crypto Library (1)

আমি এই ENJ কয়েন এনালাইসিস করে দেখেছি এটা দীর্ঘদিন রাখতে পারলে আমি অবশ্যই সফল হতে পারব।

জি @2Pizza410000BTC ভাই, যেটাই করেন গভীরভাবে পর্যবেক্ষণ করে করেন। কারো সিদ্ধান্তে হুমরি খেয়ে পড়বেন না। আর একটা বড় কথা, সকল ডিম একই ঝুড়িতে রাখা যাবে না। যাতে যদি কখনো আপনি লস বা ক্ষতির সম্মুখীন হন তাহলে যেন সব অর্থ নষ্ট না হয়ে যায়। আপনাকে যেন কারো দ্বারপ্রান্তে হাত পাততে না হয়। কারণ ছোটখাটো যেকোনো ভুল যেন, সারা জীবনের কান্না না হয়ে দাঁড়ায়।
যত কিছুই বলা হোক না কেন বিটকয়েন যখন বৃদ্ধি পায় তখন আনুষঙ্গিক অন্যান্য কয়েন গুলো বৃদ্ধি পায়। এক্ষেত্রে যারা অন্যান্য কয়েনগুলোতে বিনিয়োগ করতে ভয় পায় তাদের উচিত বিটকয়েনে বিনিয়োগ করে রাখা। কেননা বিটকয়েনে বিনিয়োগ করলে আপাতত অন্যান্য কয়েন এর মত এত ঝুঁকিতে থাকতে হবে না।
হ্যাঁ সকল বিনিয়োগ যে কোন একটি কয়েনে কখনো করা উচিত নয়। আপাতত বিনিয়োগকে পরিমাণের উপর ভাগ করে বিভিন্ন কয়েনে বিনিয়োগ করে একটি ওয়ালেট এ শক্তিশালী সিকিউরিটি দিয়ে রাখা উচিত। মনে রাখতে হবে আপনার অনেক নড়বড় হলে আপনার কিপটো কারেন্সি হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।
আসলে বিষয়টা হলো প্রত্যেকটা এক্সেঞ্জারে প্রায় সকল কয়েন বিটকয়েনের সাথে পেয়ার থাকে যার কারনে বিটকয়েনের দাম বাড়লে সাতোশীর দামও বারে। এর কারণে যদি কোন কয়েনের দাম নাও বাড়ে যদি দাম স্টাবলও থাকে  তাইলে সাতোশীর দাম বাড়ার কারণে সেই কয়েন এর দাম ডলারের সাপেক্ষে অটো বেড়ে যায়। অথবা যদি কোন কয়েনের দাম কিছুটা কমে সে ক্ষেত্রেও সেই সাতোশি তুলনায় ডলারের সাপেক্ষে লস কভার হয়। তাই আল্টকয়েনের মধ্যে ফোকাস না রাইখা যখন বিটকয়েনের পাম্প শুরু হয়  তখন বিটকয়েনে ইনভেস্ট করে রাখা ভালো এক্ষেত্রে লাভ বেশি পাওয়া যায়। আর এমনিতেই বিটকয়েনে ইনভেস্ট করাটা অনেকটা সেফ কারণ বিটকয়েন যতই ডাম্প হোক না কেন এটা খুব দ্রুতই রিকভার হয়। আর বিটকয়েন অনেকদিন যাবত ATH থেকে অনেক ডাম্পে আছে তাই এখন সময় বিটকয়েন আবার পাম্প হওয়ার। তাই আমার মনে হয় এখন বিটকয়েনে ইনভেস্ট করে রাখলে সামনে অনেক লাভবান হওয়া যাবে।