Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
2Pizza410000BTC
on 08/11/2023, 16:10:57 UTC
⭐ Merited by Bd officer (1)
ইনভেষ্ট করার টাইম কেবল মাত্র শুরু হতে যাচ্ছে। সুতরাং মিস করে ফেলেছেন এমনটা ভাবার দরকার নেই। আমিও আপাতত ইনভেষ্ট করবো ছোট একটা এমাউন্ট। LM ভাইয়ের মতো আমিও আপাতত এনজিন কয়েন এ ইনভেষ্ট করবো ভাবছি। বুল রানে এই কয়েন টা ৫ এক্স দেবে বলেই আশা করছি। এমনকি আরো বেশি রিটার্ন আসতে পারে। তবে সবারই একটা সেলিং পয়েন্ট বা প্রফিট টেকিং পয়েন্ট থাকা উচিৎ। সবাই নিজেদের গোল সেট করে ইনভেষ্ট করাটাই বেটার হবে। তবে আমার দেখাদেখি কেউ কিনে বলবেন না যে ভাই আপনি কিনবেন বলেছেন তাই আমিও কিনেছি। আমি নিজেই তো আরেকজন কে দেখে কিনতেছি  Cheesy Cheesy
ভাই আপনাকে দোষ দিতে যাবো কেনো, আপনি আমি তো ভবিষ্যত দেখতে পাই না বা ভবিষ্যতে কি হবে তা জানি না। হয় এই ছোট বিনিয়োগ থেকে লাভবান হবো, আর না হয় কিছু ডলার লস খেয়ে যাবো বেশি পরিমানে তো আর বিনিয়োগ করতে যাচ্ছি না। তবে @LM ভাই আমাদের এই লোকাল থ্রেডের গর্ব এবং সবচেয়ে জ্ঞানী ব্যাক্তি, আমি মনে করে LM ভাইয়ের পরামর্শ পজিটিভ দিকে নিয়ে যাবে। @LM ভাই $১০০ দিয়ে শুরু করেছেন, আমি কিছু টা কমিয়ে বিনিয়োগ শুরু করতে যাচ্ছি। তবে আমি বর্তমানে কু-কয়েন ইউজ করতেছি, আমি কু কয়েন থেকে এনজিন কয়েন কেনার চিন্তা ভাবনা করছি। কু-কয়েন থেকে কেনা কেমন হবে?  Cheesy
@Bd officer ভাই আপনি যেকোনো একচেঞ্জ থেকে কিনে বিনিয়োগ করতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কুকয়েন হোক বা বাইনান্স এক্সচেঞ্জ হোক তাতে কোন সমস্যা নেই। আপনি কি পরিমান বিনিয়োগ করবেন সেটা আপনার তহবিলের উপর নির্ভর করবে। লাভ লস সম্পূর্ণ মেনে নিয়ে বিনিয়োগ করতে হবে লস হলে কাউকে দোষারোপ করা যাবে না এটা সব সময় মনে রাখতে হবে। আপনি সবসময় নিজের সিদ্ধান্তের উপর বিনিয়োগ করবেন অন্যের সিদ্ধান্তের উপর কখনোই নির্ভর করবেন না।