ইনভেষ্ট করার টাইম কেবল মাত্র শুরু হতে যাচ্ছে। সুতরাং মিস করে ফেলেছেন এমনটা ভাবার দরকার নেই। আমিও আপাতত ইনভেষ্ট করবো ছোট একটা এমাউন্ট। LM ভাইয়ের মতো আমিও আপাতত এনজিন কয়েন এ ইনভেষ্ট করবো ভাবছি। বুল রানে এই কয়েন টা ৫ এক্স দেবে বলেই আশা করছি। এমনকি আরো বেশি রিটার্ন আসতে পারে। তবে সবারই একটা সেলিং পয়েন্ট বা প্রফিট টেকিং পয়েন্ট থাকা উচিৎ। সবাই নিজেদের গোল সেট করে ইনভেষ্ট করাটাই বেটার হবে। তবে আমার দেখাদেখি কেউ কিনে বলবেন না যে ভাই আপনি কিনবেন বলেছেন তাই আমিও কিনেছি। আমি নিজেই তো আরেকজন কে দেখে কিনতেছি

ভাই আপনাকে দোষ দিতে যাবো কেনো, আপনি আমি তো ভবিষ্যত দেখতে পাই না বা ভবিষ্যতে কি হবে তা জানি না। হয় এই ছোট বিনিয়োগ থেকে লাভবান হবো, আর না হয় কিছু ডলার লস খেয়ে যাবো বেশি পরিমানে তো আর বিনিয়োগ করতে যাচ্ছি না। তবে @LM ভাই আমাদের এই লোকাল থ্রেডের গর্ব এবং সবচেয়ে জ্ঞানী ব্যাক্তি, আমি মনে করে LM ভাইয়ের পরামর্শ পজিটিভ দিকে নিয়ে যাবে। @LM ভাই $১০০ দিয়ে শুরু করেছেন, আমি কিছু টা কমিয়ে বিনিয়োগ শুরু করতে যাচ্ছি। তবে আমি বর্তমানে কু-কয়েন ইউজ করতেছি, আমি কু কয়েন থেকে এনজিন কয়েন কেনার চিন্তা ভাবনা করছি। কু-কয়েন থেকে কেনা কেমন হবে?

ভাই আপনি যেখানে খুশি সেখান থেকে কয়েন এক্সচেঞ্জ করতে পারেন সেটা কুকয়েন হোক বা বাইনান্স এক্সচেঞ্জ হোক। দুটি কয়েনে অনেক জনপ্রিয় তবে এর পছন্দ একেক জন এক একটা কয়েন পছন্দ করে যেমন আপনি কুকয়েন এক্সচেঞ্জ করতে পছন্দ করছেন। তেমন হয়তো আমার অথবা অন্য কারো বাইনান্স এক্সচেঞ্জ করতে বেশি ভালো লাগে এটা আপনার নিজস্ব বিষয়। আমরা যখন কোন কিছুতে এক্সচেঞ্জ করার সিদ্ধান্ত নেই অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে এখানে লাভ লোকসান দুইটাই আছে। কারো কথার উপরে বিনিয়োগ করে হয়তোবা আপনি যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হন ।তখন অন্যকে দোষারোপ করা এটা ঠিক হবে না এর জন্য এক্সচেঞ্জ করার আগে আপনাকে ভালোভাবে ভেবেচিন্তে এক্সচেঞ্জ করতে হবে।