PGP
ভাই আমার সময় হয়নাই পিজিপি ইনক্রিপশনটি টেস্ট করার, তবে টেস্ট করার আগে যদি দুই-চারটা কনফিউশন যদি ক্লিয়ার করে দিতেন তাহলে ভালো হতো।
দুঃখিত আমি আসলে এ সম্পর্কে বেশি কিছু জানিনা তাই পিজিবি বিষয়টা কি সেটা জানতে চেয়েছিলাম? এটা কি কোন কোন ওপেন সোর্স সফটওয়্যার যেটার মাধ্যমে যে কোন ফাইল ইনক্রিপশন বা ডিক্রিপশন করা যাবে?
আর সেটি যদি না হয়ে থাকে তাহলে ওই সফটওয়্যার গুলো ব্যবহার করা কতটুকু নিরাপদ?