আমারও আসলে এখানে একই প্রশ্ন যে পিজিবিতে ইমেইল এড্রেস ব্যবহার কারণটা আসলে কি? এটাতে কি ইমেইল এড্রেস কে একটা পাবলিক কি এর মতন ব্যবহার করা হচ্ছে? যাইহোক ব্যবহার করার প্রসঙ্গে যদি বলি আমাদের মেইন ইমেইল কখনোই নতুন কোন কিছুতে যেটা সম্পর্কে নিজেদের তেমন কোন ধারণা নেই সেটাতে ব্যবহার করা রিস্কি। আমি প্রায় সময় কোন কিছু টেস্টিং করার জন্য হলে সেটা হোক কোন ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে অন্য সবকিছু, প্রাথমিকভাবে
https://generator.email/ এর মাধ্যমে করে থাকি। এর থেকে বারবার ইমেইল একাউন্ট খোলার ঝামেলায় পরতে হয় না।
এই ইমেইল কেনো ব্যাবহার করা হয় সেই সম্পর্কে আমার তেমন একটা জানা নেই। তবে আমার মনে হয় এর কারন হতে পারে সহজে সার্চ করে বের করা অথবা ইমেইল এর মাধ্যমে এনক্রিপ্টেড মেসেজ সেন্ড করা। যেসব যায়গায় ইমেইলের তেমন কোনো কাজ নেই সেখানে আমি এক্সাম্পল ইমেইল দিয়ে দেই। আর যদি ইমেইল এ কোড আসে, তাহলে আমি সাধারনত টেম্পমেইল ব্যাবহার করে থাকি। যদিও এটা খুব একটা ব্যাবহার করা হয় না।
এটা কি কোন কোন ওপেন সোর্স সফটওয়্যার যেটার মাধ্যমে যে কোন ফাইল ইনক্রিপশন বা ডিক্রিপশন করা যাবে?
আর সেটি যদি না হয়ে থাকে তাহলে ওই সফটওয়্যার গুলো ব্যবহার করা কতটুকু নিরাপদ?
যেহেতু আমি কোনো কোডার বা ডেভেলপার না, তাই আমি চাইলেও চেক করে ভেরিফাই করতে পারবো না যে এটা ওপেন সোর্স কি না। তবে আমি যে টুলস গুলো ব্যাবহার করেছি, এগুলো সবচাইতে বেশি ব্যাবহৃত টুলস।