ইনভেষ্ট করার টাইম কেবল মাত্র শুরু হতে যাচ্ছে। সুতরাং মিস করে ফেলেছেন এমনটা ভাবার দরকার নেই। আমিও আপাতত ইনভেষ্ট করবো ছোট একটা এমাউন্ট। LM ভাইয়ের মতো আমিও আপাতত এনজিন কয়েন এ ইনভেষ্ট করবো ভাবছি। বুল রানে এই কয়েন টা ৫ এক্স দেবে বলেই আশা করছি। এমনকি আরো বেশি রিটার্ন আসতে পারে। তবে সবারই একটা সেলিং পয়েন্ট বা প্রফিট টেকিং পয়েন্ট থাকা উচিৎ। সবাই নিজেদের গোল সেট করে ইনভেষ্ট করাটাই বেটার হবে। তবে আমার দেখাদেখি কেউ কিনে বলবেন না যে ভাই আপনি কিনবেন বলেছেন তাই আমিও কিনেছি। আমি নিজেই তো আরেকজন কে দেখে কিনতেছি

ভাই আপনাকে দোষ দিতে যাবো কেনো, আপনি আমি তো ভবিষ্যত দেখতে পাই না বা ভবিষ্যতে কি হবে তা জানি না। হয় এই ছোট বিনিয়োগ থেকে লাভবান হবো, আর না হয় কিছু ডলার লস খেয়ে যাবো বেশি পরিমানে তো আর বিনিয়োগ করতে যাচ্ছি না। তবে @LM ভাই আমাদের এই লোকাল থ্রেডের গর্ব এবং সবচেয়ে জ্ঞানী ব্যাক্তি, আমি মনে করে LM ভাইয়ের পরামর্শ পজিটিভ দিকে নিয়ে যাবে। @LM ভাই $১০০ দিয়ে শুরু করেছেন, আমি কিছু টা কমিয়ে বিনিয়োগ শুরু করতে যাচ্ছি। তবে আমি বর্তমানে কু-কয়েন ইউজ করতেছি, আমি কু কয়েন থেকে এনজিন কয়েন কেনার চিন্তা ভাবনা করছি। কু-কয়েন থেকে কেনা কেমন হবে?

উনি আরো বেশ আগেই ইনভেষ্ট করেছে যার কারনে উনি এখনই প্রফিটে আছে। তবে আমার মনে হয় ওনার টার্গেট লং টার্ম আর ম্যাসিভ গেইন করা। আমি ৩২০ টার মতো কয়েন কিনেছি গতকাল রাতে যেটর বায়িং প্রাইস পড়লো প্রায় ৩১ সেন্ট। আপাতত আমিও ১০০ ডলারের কিনলাম। যদি আরেকটু ডাউন হয়, তবে আরো ৫০ ডলারের কেনার প্ল্যান আছে। ভেবে দেখেন যদি এখান থেকে পেছনের বুল রানের অল টাইম হাই ক্রস করে, তাহলে প্রায় ২০ গুন প্রফিট দেবে যার মানে দাড়ায় ১০০ ডলার দিয়ে ২০০০ ডলার প্রফিট। যাইেোক, এতা বেশি আশা করতে চাই না। তবে সবার মনে মনে একটা টার্গেট সেট করা তো আছেই। আগামী ২ সপ্তাহ পরে আরেকটু ইনভেষ্ট করবো। আপাতত বিটকয়েন নেটওয়্যার্কের জ্যাম খুবই বিরক্তিকর লাগছে।