উনি আরো বেশ আগেই ইনভেষ্ট করেছে যার কারনে উনি এখনই প্রফিটে আছে। তবে আমার মনে হয় ওনার টার্গেট লং টার্ম আর ম্যাসিভ গেইন করা। আমি ৩২০ টার মতো কয়েন কিনেছি গতকাল রাতে যেটর বায়িং প্রাইস পড়লো প্রায় ৩১ সেন্ট। আপাতত আমিও ১০০ ডলারের কিনলাম। যদি আরেকটু ডাউন হয়, তবে আরো ৫০ ডলারের কেনার প্ল্যান আছে। ভেবে দেখেন যদি এখান থেকে পেছনের বুল রানের অল টাইম হাই ক্রস করে, তাহলে প্রায় ২০ গুন প্রফিট দেবে যার মানে দাড়ায় ১০০ ডলার দিয়ে ২০০০ ডলার প্রফিট। যাইেোক, এতা বেশি আশা করতে চাই না। তবে সবার মনে মনে একটা টার্গেট সেট করা তো আছেই। আগামী ২ সপ্তাহ পরে আরেকটু ইনভেষ্ট করবো। আপাতত বিটকয়েন নেটওয়্যার্কের জ্যাম খুবই বিরক্তিকর লাগছে।
আমিও বিনিয়োগ করেছি ভাই আপনার মত তবে আমি মাত্র ৫০ ডলার এর মত কিনেছি। দেখা যাক কি হয়, তবে আমি আমার নিজের বুদ্ধিতে এবং নিজের জ্ঞানে কিনেছি কারো উৎসাহে বা পরামর্শে নয়। আমি এই কয়েনটি কিনেছি প্রায় ০.০৩০৬৬ দামে। আশা করি কিছুটা pro ফিট পেতে পারি।
