আমি কোন ফিন্যান্সিয়াল এডভাইস দেই না। কে কোথায় বিনিয়োগ করবেন সেটা আপনার নিজের জ্ঞান খরচ করে বিনিয়োগ করাই শ্রেয়। তাছাড়া, আমি একজন ব্যাড ট্রেডার বলতে পারেন। যার কারণে আমি শর্ট ট্রেড করিই না। আমার বিনিয়োগ প্ল্যান সবগুলোই দীর্ঘদিনের জন্য। আর দীর্ঘদিনের জন্য বিনিয়োগ করতে হলে যথেষ্ট সময় সবার দেয়া উচিত। অন্যের কথার উপর নির্ভর করে বিনিয়োগ নয়।
উপরের যে প্ল্যান আমি শেয়ার করেছি সেটাও কোন উপদেশ নয়। আমি একটা এক্সপেরিমেন্ট করতেছি। মুল্য ১০০ ডলার। এইটা লস হলেও আমার সমস্যা নাই।
ট্রেডিং বিষয়টি যেহেতু অর্থ সংশ্লিষ্ঠ এবং অধিক ঝুকিপুর্ণ তাই কেউই ইচ্ছাকৃতভাবে অন্যকে কোন প্রকার পরামর্শ দেয় না। তবে আপনি আমাদের লোকাল বোর্ডের একজন সম্মানিত এবং বিজ্ঞ সদস্য হিসেবে আপনার প্রতি অনেকেরই চাওয়া বেশি থাকতে পারে। ট্রেডিং ঝুকিপুর্ণ এবং আমরা যা মনে করি তা হল অর্থ যার ঝুকিও তার। তাই এটিকে বিরক্ত হিসেবে মনে না করে যদি মাঝে মাঝে কয়েকটি ট্রেডিং সংক্রান্ত পরামর্শ দেন তাহলে অবশ্যই সেটি ফলপ্রসু হতে পারে। ENJ কয়েন নিয়ে আপনার ট্রেডিংপরিকল্পনা সেটি অবশ্যই একটি ভাল সীধান্ত ছিল।
বুল মার্কটে ট্রেডিং করা তুলনামুলক সহজ। কিন্তু নতুনদের ক্ষেত্রে পর্যাপ্ত জ্ঞানের অভাবে যে কোন দুর্ঘটনা ঘটতে পারে। যারা ক্রিপ্টো মার্কেটে দীর্ঘদিন যাবৎ পর্যবেক্ষন করেন এবং ট্রেডিং এর সাথে জরিত তারা বিষয় গুলো সম্পর্কে ভাল জানেন। আমরা কম বেশি প্রায়ই কয়েন মার্কেট ক্যাপ বা কয়েন গিককোর মতো সাইট গুলো প্রায়ই দেখি। বিনিয়োগের জন্য সত্যিকার অর্থে আমাদের কোনটি পছন্দ করা উচিত তা আমরা অনেকেই নির্ধারন করতে পাারি না বিশেষ করে যারা ট্রেডিং এ নতুন। অনেকেই লোভে পরে এমন কিছু কয়েনে বিনিয়োগ করেন যার আর কোন উত্থান হয় না। সেই সব বিনিয়োগকারীদের জন্য অবশ্যই সাজেশন একটি গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করতে পারে তাদের লস থেকে রক্ষা পাওয়ার জন্য। আপনার এই উদ্যোগটি(100 ডলার এক্সপেরিমেন্ট) অবশ্যই ফলপ্রুস হবে যার আগাম বার্তা ইতমধ্যে পাওয়া যাচ্ছে।
আমাদের লোকাল বোর্ডের নতুন এবং পুরাতন অনেকেই হয়তো ট্রেডিং করতে পছন্দ করে যদি ট্রেডিং সংক্রান্ত আপনার মুল্যবান মতামত শেয়ার করেন তাহলে অনেকেই উপকৃত হতে পারে। বিশেষ করে আগামি দিনগুলোতে মার্কেটের অবস্থা আরও ভাল হওয়ার সম্ভাবনা আছে। যদিও এটি একটি ঝামেলাপুর্ণ কাজ তবে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই বিষয়টিতে দয়াকরে নজর দিবেন।
ট্রেডিং সংক্রান্ত তথ্য আর কি শেয়ার করব। বেশ কিছুদিন ধরে ট্রেডিং করে দেখতে পাচ্ছি সেখানে বেশি সফলতা পাচ্ছিনা। তবে কালকে আমি ENJ কয়েন কেনার জন্য অর্ডার করে রাখছিলাম। আমি ইনস্ট্যান্ট মার্কেট থেকে কিছুটা কমে অর্ডার করে রাখছিলাম। মার্কেটের সামান্য উঠা নামায় আমার অর্ডার কমপ্লিট হয়নি। আমি অর্ডার করে রাখছিলাম ০.২৯৮৫$ করে। আজকে হঠাৎ এক্সচেঞ্জ ওপেন করে দেখতে পাচ্ছি আমার অনেক লস রয়েছে। কারণ আমার order কমপ্লিট হয়ে আরো নিচে চলে এসেছি। বর্তমানে ENJ কয়েনের দাম ০.২৭৮২$ এর মধ্যে অবস্থান করছে। যদিও বর্তমানে আমার ট্রেডিং এ লস রয়েছে তারপরেও আমি আশা করি এই ট্রেডিঃ থেকে আমি লাভবান হব।