Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Crypto Library
on 09/11/2023, 17:50:53 UTC
উনি আরো বেশ আগেই ইনভেষ্ট করেছে যার কারনে উনি এখনই প্রফিটে আছে। তবে আমার মনে হয় ওনার টার্গেট লং টার্ম আর ম্যাসিভ গেইন করা। আমি ৩২০ টার মতো কয়েন কিনেছি গতকাল রাতে যেটর বায়িং প্রাইস পড়লো প্রায় ৩১ সেন্ট। আপাতত আমিও ১০০ ডলারের কিনলাম। যদি আরেকটু ডাউন হয়, তবে আরো ৫০ ডলারের কেনার প্ল্যান আছে। ভেবে দেখেন যদি এখান থেকে পেছনের বুল রানের অল টাইম হাই ক্রস করে, তাহলে প্রায় ২০ গুন প্রফিট দেবে যার মানে দাড়ায় ১০০ ডলার দিয়ে ২০০০ ডলার প্রফিট। যাইেোক, এতা বেশি আশা করতে চাই না। তবে সবার মনে মনে একটা টার্গেট সেট করা তো আছেই। আগামী ২ সপ্তাহ পরে আরেকটু ইনভেষ্ট করবো। আপাতত বিটকয়েন নেটওয়্যার্কের জ্যাম খুবই বিরক্তিকর লাগছে।
যেহেতু এই ধরনের ইনভেস্টমেন্টে  প্রথমেই রিস্ক নিতে হবে ইনভেস্ট কৃত ফান্ড এর, তাই যদি সে এই রিস্ক নিয়ে বর্তমানে ইনভেসমেন্ট করতে চায় তাহলে  আপনি যেভাবে ট্রেড করতেছেন এভাবেই করতে হবে। 
তাছাড়া আমার নিকট আরেকটা আইডিয়া আছে যে সময় থেকে Enjin প্রজেক্টটি নিয়ে ইনভেস্টমেন্ট শুরু করা হয়েছে  তখন এটির দাম ছিল ০.২৩৩$  তখন ১০০ ডলার ইনভেস্টমেন্ট করলে  টোটাল  ৪২৯.১৮টির মতন Enjin পাওয়া যেত।
বর্তমানে  কিছুক্ষণ আগে এই Enjin এর প্রাইজ  মোটামুটি একটা ভালো ডাউন দিয়েছে সরাসরি ৩১ সেন্ট থেকে  ২৯  এর নিচে নেমে গিয়েছে। তো  এই বর্তমান সময়ে  যদি কেউ ৪২৯.১৮টি Enjin কয়েন কিনতে চায় তার জন্য  ১২২+. ডলার সমপরিমাণ লাগবে।  আর ২২ ডলার এর  রিস্ক নিয়ে এই  জার্নিতে সরাসরি যুক্ত হয়ে যেতে পারেন।