আর আবারও krogothmanhattan তার ৫৩৬তম ফ্রী রাফেল আয়োজন করেছে। আর এখনো সেখানে মোটামুটি অনেকগুলো স্লট খালি রয়েছে আপনারা চাইলে খালি নাম্বার গুলো নিয়ে ফ্রি রাফেল এ অংশগ্রহণ করতে পারেন। আর অ্যাকাউন্ট অবশ্যই এক জুলাইয়ের আগে রেজিস্টার্ড হতে হবে।
ভাই আমি এই ফ্রি রাফেলে কখনো অংশগ্রহণ করি নি। প্রত্যেক বার এখানে শেয়ার করা হয়, আমি শুধু দেখি বাট কখনো অংশগ্রহণ করতে পারি না। কেমনে এই ফ্রি রেফেলে অংশগ্রহন করা হয়?
অংশগ্রহণ করা একদমই সহজ জাস্ট আমার কোট করা টপিকটিতে গিয়ে প্রাথমিকভাবে নিয়ম-কানুন গুলো দেখে নিবেন তারপর অংশ গ্রহণ করার জন্য ক্যাপাবল হলে উক্ত টপিকটিতে রিপ্লাই অপশনে ক্লিক করে krogothmanhattan যে ১০০ টি সংখ্যা বাছাই করার জন্য দিয়েছে সেগুলোর যেকোনো একটি যেটি অন্য কোন মেম্বাররা সিলেক্ট করেনি সেটি আপনাকে সিলেক্ট করতে হবে তারপর ওই নাম্বারের সাথে আপনার নাম সহ ওই থ্রেডটিতে পোস্ট করতে হবে।
