Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
HelliumZ
on 10/11/2023, 04:48:01 UTC

অতীতে আপনি অনেকগুলো এরকম উপকারী এ্যায়ারড্রোব শেয়ার করেছিলেন কিন্তু হয়তো অনেকে গুরুত্ব দিয়েছে কিন্তু এখন পর্যন্ত আমি আপনার দেওয়া এ এডোবে জয়েন হতে পারিনি। আশা করছি পরবর্তীতে আপনার কোন এয়ারড্রোব মিস করবো না। আমি আমার পার্শ্ববর্তী এলাকাতে একজন ছোট ভাই ১৭০০ ডলার পরিমাণ এয়ারড্রোব করে পেয়েছে। যাহোক আমি আপনার কোন ইয়ার্ডোব মিস করবো না। অনেক সময় এইরকম ছোট ছোট সুযোগ অনেক বড় ধরনের প্রফিট দেয়।