সময়কে কাজে লাগান
যদিও আমি এখানে অনেকবার পোষ্ট করেছি, কিন্তু কেউই কোনো গুরুত্ব দেয়নি এবং দেয় নাহ। আশা করতেছি, এটাতেও দিবে নাহ। কারণ সবাই নিজেদের মধ্যে কথোপকথনে ব্যস্ত। যাই হোকে, এর আগেও অনেকবার বিভিন্ন নতুন প্রেজক্টে সম্পর্কে পোষ্ট করেছিলাম। সহজ ভাষায়, ভালো প্রজেক্ট এবং ভালো মানের বিনিয়োগ রয়েছে অনেক প্রজেক্টগুলোতে এবং সেগুলো ব্যবহারের পরামর্শ দিয়েছিলাম। যারা ব্যবহার করেছেন, তারা হয়তো সময় মতো লাভবান হবেন।
কিছু ভালো প্রজেক্টের লিংক নিচে দিয়ে গেলাম, যারা ইচ্ছা দেখতে পারেন:KTX Finance:
https://twitter.com/officialbitbyte/status/1641522875097321472আমি প্রায় বছরের শুরুদিকে KTX Finance এর টেস্টনেটি সম্পর্কিত এই পোষ্টটি এখানে শেয়ার করেছিলাম এবং বলেছিলাম এটিতে অংশগ্রহণ করতে। যারা অংশগ্রহণ করেছেন, তাদেরকে অভিনন্দন জানাই। KTX Finance তাদের এয়ারড্রপের ইতিমধ্যে snapshot নিয়েছে এবং সকলের এয়ারড্রপের পরিমাণটি প্রকাশ করেছে। বলে রাখা ভালো, টেস্টনেটে তারা কিছু নির্দিষ্ট কাজ দিয়েছিলো, তাই টেস্টনেটের রিওয়ার্ড নির্দিষ্ট, কিন্তু যারা mainnet এ ট্রেড করেছেন, তারা আরো বেশি পরিমাণ এয়ারড্রপ পেয়েছেন।
--> এখানে আপনাদের ওয়ালেট কানেক্ট করে এয়ারড্রপের পরিমাণ দেখতে পারেন: https://app.ktx.finance/rewardsবি:দ্র: BNB Chain এ ওয়ালেটকে রেখে কানেক্ট করিয়েন, কারণ এয়ারড্রপ শুধুমাত্র BNB Chain ব্যবহাকারীদের জন্য।
ভালো লাগলে, টুইটটিকে লাইক এবং রিটুইট করে দিয়েন

:
https://twitter.com/officialbitbyte/status/1722661120165683557
আমি ব্যক্তিগতভাবে vaultka এয়ারড্রপের টোকেনগুলো স্টেকিং-এ রেখে দিয়েছি। কারণ আমি মনে করি, টোকনটি $১ কিংবা এর কাছাকাছি যেতে পারে। যেহেতু esVKA এর vesting আছে, তাই VKA টোকেনের মূল্য $0.50 স্পর্শ করলে, আমি vesting এ দিবো, যেন esVKA টোকেনকে VKA টোকেনে পেতে পারি।
টুইট লিংক: https://twitter.com/officialbitbyte/status/1720043359941894562গত পোষ্টে আমি Vaultka প্রজেক্টটির $VKA টোকেনটি নিয়ে আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যারা ক্রয়ও করেছিলেন, তারা এখন ৩৫% লাভে রয়েছেন এবং আমার মতো যারা TGE/IDO তে ক্রয় করেছি, তারা মোটোমোটি 2x লাভে রয়েছে। তাদের আরো কিছু পার্টনারশিপ এবং প্রডাক্ট আসবে সামনের দিনগুলোতে। আশা করি, এটির মূল্য আরো বৃদ্ধি হতে পারে। বাকি সকলে নিজেদের বিশ্লেষণ শেষে ক্রয়-বিক্রয় করুন এবং আপনার লাভ কিংবা ক্ষতির জন্য কেউ অংশীদ্বার হবে নাহ।

Coignecko লিংক:
https://www.coingecko.com/en/coins/vaultka