ট্রেডিং সংক্রান্ত তথ্য আর কি শেয়ার করব। বেশ কিছুদিন ধরে ট্রেডিং করে দেখতে পাচ্ছি সেখানে বেশি সফলতা পাচ্ছিনা। তবে কালকে আমি ENJ কয়েন কেনার জন্য অর্ডার করে রাখছিলাম। আমি ইনস্ট্যান্ট মার্কেট থেকে কিছুটা কমে অর্ডার করে রাখছিলাম। মার্কেটের সামান্য উঠা নামায় আমার অর্ডার কমপ্লিট হয়নি। আমি অর্ডার করে রাখছিলাম ০.২৯৮৫$ করে। আজকে হঠাৎ এক্সচেঞ্জ ওপেন করে দেখতে পাচ্ছি আমার অনেক লস রয়েছে। কারণ আমার order কমপ্লিট হয়ে আরো নিচে চলে এসেছি। বর্তমানে ENJ কয়েনের দাম ০.২৭৮২$ এর মধ্যে অবস্থান করছে। যদিও বর্তমানে আমার ট্রেডিং এ লস রয়েছে তারপরেও আমি আশা করি এই ট্রেডিঃ থেকে লাভবান হব।
এখন ট্রেডিং করে হয়তো আপনি সফলতা পাচ্ছেন না অথবা আপনি যেভাবে মার্কেটের পরিবর্তন আশা করছেন মার্কেট সেরকম পরিবর্তন হচ্ছে না এ বিষয় নিয়ে মন খারাপ করার কিছুই নাই কারণ মার্কেটের অভ্যাস এরকম। এরকমটা আমার ক্ষেত্রে অনেক হয়েছে যে আমি ট্রেডিং গ্রহণ করার পরপরই নির্দিষ্ট কয়েনের মূল্য অনেকটাই নিচের দিকে নেমে এসেছে এবং আমি মার্কেট রিকভার হওয়ার জন্য অপেক্ষা করেছি, মার্কেট যখন রিকভার হয়েছে তখন কিছুটা লাভে আমি বিক্রি করে দিয়েছি কিন্তু আমি বিক্রি করার পরেই কেন জানি মার্কেট হঠাৎ করে অনেক পরিবর্তন হয়েছে। আমার সাথে এরকম ঘটনা একাধিকবার ঘটেছে। মার্কেটে এখন যথেষ্ট অস্থিরতা রয়েছে তাই মার্কেট কখন কোন দিকে যায় অথবা কোন অবস্থা থেকে কোন অবস্থায় চলে আসে তা বলা কঠিন তাই আমি আপনাকে বলব আপনি অধৈর্য হবেন না, যদি আপনার কাছে এখন ট্রেডিং করা ঝুঁকিপূর্ণ মনে হয় তাহলে কিছুদিন বিরতি দিয়ে আবার ট্রেডিং শুরু করতে পারেন।
ট্রেডিং এর ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ধৈর্য শক্তি এবং ইমোশন। দেখা যায় আমরা কোন কয়েন কিনলে সেটা যদি তিন থেকে চার ডলার লস হয়ে যায় তাহলে আমাদের ধৈর্য শক্তি কমে যায় আবার যখন দেখি যে সেই কয়েনের দাম একটু বৃদ্ধি পেয়ে আমার ডলারগুলো রিকভার হয়েছে তখন মনে করি এখন বিক্রি করে দেই। এই যে আমাদের ইমোশন এবং ধৈর্য শক্তি এটা যদি আমরা কন্ট্রোল করতে পারতাম তাহলে আমরা হয়তো দীর্ঘদিনের জন্য বিনিয়োগ করতাম তাহলে দেখা যেত যখন এই কয়েনের দাম অনেক বৃদ্ধি পেতো তখন আমাদের অনেক প্রফিট আসতো।
কয়েক মাস আগে মার্কেটের অবস্থা খুব একটা ভালো ছিল না বর্তমানের তুলনায়। যার কারণে যে বিনিয়োগ করেছে সে হয়তো একটু লসের মধ্যে রয়েছে যার জন্য অনেকে বিনিয়োগ করার ইচ্ছাশক্তি হারিয়ে ফেলেছে। বর্তমানে মার্কেট আবার ঊর্ধ্বগতি সম্পন্ন হচ্ছে এখন বিনিয়োগ করলে হয়তো ভালো কিছু আশা করা যেতে পারে।