Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Shishir99
on 10/11/2023, 14:16:44 UTC
বর্তমানে  কিছুক্ষণ আগে এই Enjin এর প্রাইজ  মোটামুটি একটা ভালো ডাউন দিয়েছে সরাসরি ৩১ সেন্ট থেকে  ২৯  এর নিচে নেমে গিয়েছে। তো  এই বর্তমান সময়ে  যদি কেউ ৪২৯.১৮টি Enjin কয়েন কিনতে চায় তার জন্য  ১২২+. ডলার সমপরিমাণ লাগবে।  আর ২২ ডলার এর  রিস্ক নিয়ে এই  জার্নিতে সরাসরি যুক্ত হয়ে যেতে পারেন।
আচ্ছা ভাই, আপনার কি মনে হয় যে আপনি যখন কয়েন কেনেন তার পর থেকেই মার্কেট ডাউন হয়ে যায়? আমার কেনো জানি এটা মনে হয়। তবে এবার আমি ডাউন হওয়ার পর আরো কিছু কয়েন কিনলাম। আর প্ল্যান আছে যে আবার ডাউন হলে আরো কিনবো। অনেকটা ডি সি এ এর মতো করে ইনভেষ্ট করার প্ল্যান আছে। তবে আমার একটা নির্দিষ্ট টার্গেট আছে, এই এমাউন্ট এর বেশি ইনভেষ্ট করবো না। প্রতিবারই বাই সেল এর একটা ঝামেলার মধ্যে পড়ে গিয়ে লস করে মার্কেট থেকে বের হই, তবে এবার লস এ সেল করবো না কোনো ভাবেই। যতো লসে যাবো, আরো বেশি করে একই কয়েন কিনবো। যা আছে কপালে  Smiley