Post
Topic
Board Other languages/locations
Re: $১০০ ডলারকে $১.৬ মিলিয়ন ডলারে পরিণত করার মিশ
by
synchronym
on 10/11/2023, 14:22:20 UTC
ট্রেডিং সংক্রান্ত তথ্য আর কি শেয়ার করব। বেশ কিছুদিন ধরে ট্রেডিং করে দেখতে পাচ্ছি সেখানে বেশি সফলতা পাচ্ছিনা। তবে কালকে আমি ENJ কয়েন কেনার জন্য অর্ডার করে রাখছিলাম। আমি ইনস্ট্যান্ট মার্কেট থেকে কিছুটা কমে অর্ডার করে রাখছিলাম। মার্কেটের সামান্য উঠা নামায় আমার অর্ডার কমপ্লিট হয়নি। আমি অর্ডার করে রাখছিলাম ০.২৯৮৫$ করে। আজকে হঠাৎ এক্সচেঞ্জ ওপেন করে দেখতে পাচ্ছি আমার অনেক লস রয়েছে। কারণ আমার order কমপ্লিট হয়ে আরো নিচে চলে এসেছি। বর্তমানে ENJ কয়েনের দাম ০.২৭৮২$ এর মধ্যে অবস্থান করছে। যদিও বর্তমানে আমার ট্রেডিং এ লস রয়েছে তারপরেও আমি আশা করি এই ট্রেডিঃ থেকে লাভবান হব।
এখন ট্রেডিং করে হয়তো আপনি সফলতা পাচ্ছেন না অথবা আপনি যেভাবে মার্কেটের পরিবর্তন আশা করছেন মার্কেট সেরকম পরিবর্তন হচ্ছে না এ বিষয় নিয়ে মন খারাপ করার কিছুই নাই কারণ মার্কেটের অভ্যাস এরকম। এরকমটা আমার ক্ষেত্রে অনেক হয়েছে যে আমি ট্রেডিং গ্রহণ করার পরপরই নির্দিষ্ট কয়েনের মূল্য অনেকটাই নিচের দিকে নেমে এসেছে এবং আমি মার্কেট রিকভার হওয়ার জন্য অপেক্ষা করেছি, মার্কেট যখন রিকভার হয়েছে তখন কিছুটা লাভে আমি বিক্রি করে দিয়েছি কিন্তু আমি বিক্রি করার পরেই কেন জানি মার্কেট হঠাৎ করে অনেক পরিবর্তন হয়েছে। আমার সাথে এরকম ঘটনা একাধিকবার ঘটেছে। মার্কেটে এখন যথেষ্ট অস্থিরতা রয়েছে তাই মার্কেট কখন কোন দিকে যায় অথবা কোন অবস্থা থেকে কোন অবস্থায় চলে আসে তা বলা কঠিন তাই আমি আপনাকে বলব আপনি অধৈর্য হবেন না, যদি আপনার কাছে এখন ট্রেডিং করা ঝুঁকিপূর্ণ মনে হয় তাহলে কিছুদিন বিরতি দিয়ে আবার ট্রেডিং শুরু করতে পারেন।

আমরা যখন ট্রেডিং করি অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে ট্রেডিং এর ক্ষেত্রে আমাদের লাভও হতে পারে বা ক্ষতি হতে পারে। যখন আমরা ট্রেডিং করি মনের এক কোনায় হয়তোবা সফলতার আশা থাকে যখন দেখি শুধু লস হচ্ছে তখন মানসিকভাবে ভেঙে পরি। আমি নিজেও জানি ট্রেডিং এর ক্ষেত্রে ধৈর্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় যদি এবার ট্রেডিং করে সফলতা না পাওয়া যায় অবশ্যই আমাদের ধৈর্য হারালে চলবে না। ধৈর্য ধরে ট্রেডিং করতে হবে একদিন সফলতা আসবে।
ট্রেডিং করার সময় লাভ লস বিবেচনা করেই ট্রেডিংয়ে অংশগ্রহণ করি। কিন্তু খারাপ তখনই লাগে যখন অন্যান্য কয়েন বৃদ্ধি পায় কিন্তু আমি যে কয়েন নিয়ে ট্রেডিং করি সেই কয়েন বৃদ্ধি না পায়। আমি মূলত ENJ কয়েন বাই করেছি শর্ট টাইম ট্রেডিং করার জন্য কিন্তু দেখতে পাচ্ছি বিটকয়েন মার্কেট এবং অনন্য কয়েনের মার্কেট রিকভারি হলেও আমার এই ENJ রিকভারি হয়নি। তবে অপেক্ষা করব খুব শীঘ্রই আমার এই কয়েন রিকভারি হবে। আর আমি যে কোন ক্ষেত্রে ধৈর্য ধরে অপেক্ষা করি আমি জানি ধৈর্যের ফল অবশ্যই সুন্দর হয়।
ভাই কিছুটা ভাগ্যের উপর ও নির্ভর করে তার কারণ অনেক সময় আমাদের এরকম মনে হয় যে আমি যখন যে কয়েন ট্রেডিং করি। তৎক্ষণিক যদি ওই কয়েনের দাম কমে যায় তখন হয়তো আমাদের এরকম মনে হওয়াটা স্বাভাবিক যে  অভাগা যেদিকে যায় সমুদ্র নাকি শুকিয়ে যায়। এরকম কিছু যদি হয় তাহলে খারাপ লাগাটা স্বাভাবিক তাই আপনার জন্য শুভকামনা থাকবে খুব দ্রুতENJ রিকভারি হয়। তাহলে আপনার সকল আফসোস দূর হয়ে যাবে অবশ্যই আপনি ধৈর্য ধারণ করেছেন ।আরো ধৈর্য ধরেন ইনশাল্লাহ সামনে সময় ভালো আসবে।