ধুর মিয়ারা আপনারা সবাই Enjin নিয়ে রয়েছেন কিন্তু কিছু কিছু কয়েন সবার চোখে ফাঁকি দিয়ে কোথায় চলে গেল। এক সপ্তাহ আগেও কিছু কিছু কয়েন অনেক কম দামে ছিল কিন্তু বর্তমানে তা ৭ আর ১০ গুন করে বৃদ্ধি পেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে।
Solana কয়েক মাস আগেও 12-13 ডলার করে ছিল কিন্তু কয়েক দফায় দাম বৃদ্ধি পেয়ে বর্তমানে ৫৫ ডলারের অবস্থান করছে।
PYR এই টোকেনটি বর্তমানে অনেক গুন বৃদ্ধি পেয়েছে প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়ে 6 ডলারের কাছাকাছি অবস্থান করছে।
FTX এই টোকেনটি সবাই স্ক্যাম মনে করে বিনিয়োগ করেননি কিন্তু দেখেন আজকের অবস্থা। এটি এক ডলারের নিচে নেমে গিয়েছিলাম কিন্তু বর্তমানে পাঁচ ডলারের কাছাকাছি অবস্থান করছে।
কিছুই করার নেই সবার চোখ ফাঁকি দিয়ে সব কয় নই এভাবে উঠে যায়, আমি এর আগে ছলনা কিনেছিলাম ৭ টি $১৬ করে কিন্তু যখন এর দাম ২৬ ডলার গিয়েছিল তখন বিক্রি করে দিয়েছিলাম। আমি বিক্রি করার পরপরই দেখা গেছে যে একটি মহাকর্ষ স্পর্শ করেছে এটাই আমার কপাল কোনদিন হিউজ পরিমান লাভ করতে পারিনি।

যাই হোক FTX ও আমার কাছে ছিল যে দামে ক্রয় করেছিলাম তার দ্বিগুণ দামে লস খেয়ে বিক্রি করেছিল। Pyr এর কথা আর কি বলব কয়েকদিন আগে 4.56$ তে কিনেছিলাম দেখা গেছে অনেক কমে গিয়েছিল তখন আমার প্রায় ১৫০ ডলারের মতো লস ছিল প্রতিদিন এভাবে চলতো বৃদ্ধি পেত না। কিন্তু একটা সময় আমার মাথায় ভুত চাপলো তখন ভাবলাম এখন লসে বিক্রি করে পরবর্তীতে ট্রেড করি সেই লসগুলোর রিকভারি করতে পারবো। যখন PYR $4.34 এই গিয়েছিল তখন আমি এইটি বিক্রি করে দিয়েছিলাম ৩০ ডলার লসে ভাবলাম হয়তো এখন যদি মার্কেট কমে যায় তখন কিনে ট্রেড করে ৩০ ডলার লস রিকভারি করব। কিন্তু না ভাই তা না হয়ে সেখান থেকে এমন ভাবে বৃদ্ধি পেয়েছে ৬ ডলারের ওপরে চলে গিয়েছিল তখন শুধু মাথা হাতালাম। সব কয়েনই আমার বিপরীতে কাজ করে তবে আজকে এটি কিনেছি আবার দেখে যদি দুই চার ডলার লাভ করা যায়।