Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 11/11/2023, 03:07:40 UTC
ধুর মিয়ারা আপনারা সবাই Enjin নিয়ে রয়েছেন কিন্তু কিছু কিছু কয়েন সবার চোখে ফাঁকি দিয়ে কোথায় চলে গেল। এক সপ্তাহ আগেও কিছু কিছু কয়েন অনেক কম দামে ছিল কিন্তু বর্তমানে তা ৭ আর ১০ গুন করে বৃদ্ধি পেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে।

Solana কয়েক মাস আগেও 12-13 ডলার করে ছিল কিন্তু কয়েক দফায় দাম বৃদ্ধি পেয়ে বর্তমানে ৫৫ ডলারের অবস্থান করছে।

PYR এই টোকেনটি বর্তমানে অনেক গুন বৃদ্ধি পেয়েছে প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়ে 6 ডলারের কাছাকাছি অবস্থান করছে।

FTX এই টোকেনটি সবাই স্ক্যাম মনে করে বিনিয়োগ করেননি কিন্তু দেখেন আজকের অবস্থা। এটি এক ডলারের নিচে নেমে গিয়েছিলাম কিন্তু বর্তমানে পাঁচ ডলারের কাছাকাছি অবস্থান করছে।

আসলে গেইন হলেই সবার চোখে বাধে, অনথ্যায় আমরা কিন্তু তেমন একটা খেয়াল করি না। আমি তো গত বুল রানের পর থেকে অনেকগুলো ডট, সোলানা, কেক, আর সুশি রেখেছিলাম। তারপর থেকে মার্কেট সাইযওয়েইজ চলা শুরু করলো আর এসব কয়েন একটাতেও কোনো পজেটিভ ইফেক্ট পড়ে নাই। ফল স্বরুপ আমার মোটামোটি সব কয়েন মিলে ৫০০ ডলারে চলে আসে যেগুলোর মোট বিনিয়োগ প্রায় ৩ হাজার ডলার ছিলো। প্রচুর পরিমানে একটা ঝামেলায় পড়ে গিয়ে লসে থাকা অবস্থায় ও আমাকে সেল করতে হয়েছে। আসলে আপদ বিপদের তো হাত পা নাই। যাই হোক, যে যার পছন্দ মতো ইনভেষ্ট করেন। কেউ একটা সাজেষ্ট করলে আপনার লাভ বা লসের ভাগ কিন্তু কেউ নিবে না। সুতরাং সবাই যাচাই বাছাই করে, দেখে শুনে বুঝে ইনভেষ্ট করবেন।