আচ্ছা ভাই, আপনার কি মনে হয় যে আপনি যখন কয়েন কেনেন তার পর থেকেই মার্কেট ডাউন হয়ে যায়? আমার কেনো জানি এটা মনে হয়। তবে এবার আমি ডাউন হওয়ার পর আরো কিছু কয়েন কিনলাম। আর প্ল্যান আছে যে আবার ডাউন হলে আরো কিনবো। অনেকটা ডি সি এ এর মতো করে ইনভেষ্ট করার প্ল্যান আছে। তবে আমার একটা নির্দিষ্ট টার্গেট আছে, এই এমাউন্ট এর বেশি ইনভেষ্ট করবো না। প্রতিবারই বাই সেল এর একটা ঝামেলার মধ্যে পড়ে গিয়ে লস করে মার্কেট থেকে বের হই, তবে এবার লস এ সেল করবো না কোনো ভাবেই। যতো লসে যাবো, আরো বেশি করে একই কয়েন কিনবো। যা আছে কপালে

ভাই এইটা আমার বেলায় ঘটে আমি যেই কয়েন কিনি সেই কয়েনের দাম কমে যায়। আবার যে কয়েন কিনি না, ভালো মনে হয় না, সেই কয়েনের দাম অনেক বেড়ে যায়। আমি কখনো অল্টকয়েন কিনে লাভ করতে পারি নাই। টোকেন কিনি ৮-১০ ডলার লস দেখি আরও কমে যাওয়ার ভয়ে সেল করে দেই। আবার দেখি কিছু দিন পর দাম বেড়ে গেছে। তখন কি করার শুধু মার্কেটের দিকে তাকাই দেখি কত দাম হলো, আর আফসোস করি এত লাভ হতো। যাইহোক এখানে কিছু করার নাই, আমার মাঝে বেশি ধৈর্য নাই। ধৈর্য ধরলে ভালো কিছু পাওয়া যেতো। যাইহোক আমিও এবার আপনার মতো Enjin কয়েন যত দাম কমবে আবার কিছু কিছু কিনবো। দেখি এবার এই কয়েন থেকে কিছু টা লাভ করতে পারি কিনা। তবে আমি এবার আর অধৈর্য হব না যতই দাম কমবে আমি আর সেল করার চিন্তা করব না, অনেক দিন হোল্ড করে রাখবো।
কিছু দিন আগে কে যেনো বলেছিলেন নগদ/বিকাশ থেকে মেসেজ দিয়ে সতর্ক করা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি লেনদেন থেকে বিরতী থাকুন। আজকে দেখি আমার ফোনেও এসেছে বিকাশ থেকে দিয়েছে। ক্রিপ্টোকারেন্সি সাথে জরিত রয়েছি এমনেই অনেক ভয় হয়, এই ধরনের নিউজ দেখে আরও অনেক ভয় লাগে।

বিটকয়েন যেহেতু আমাদের দেশের সরকার বৈধতা ঘোষণা করেনি তাই আমরা সকলেই সরকারের চোখকে ফাঁকি দিয়ে আমরা বিটকয়েন কাজ করে থাকি। আমাদের দেশের সরকার বিটকয়েন লেনদেনের উপর সর্বোচ্চ সর্তকতা জারি করবে এটাই স্বাভাবিক।তাই আমাদের দেশের সরকার বিভিন্ন গণমাধ্যমে আমাদেরকে সতর্কতা জারি করেছে সেটা নগদের অ্যাপের মাধ্যমে হোক বা বিজ্ঞাপনের মাধ্যমে হোক। আমরা যারা বিটকয়েনের সাথে জড়িত এই বিষয়ক তাকিয়ে আমাদের লাভ নেই আমাদের বিটকয়েন কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই আমাদের উচিত হবে সতর্কতার সঙ্গে বিটকয়েনে কাজ করা এবং বিটকয়েন কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এই ধরনের বিজ্ঞাপন বা প্রচারের যেন আমাদের বিটকয়েনে কাজের প্রতি মানসিকতা নষ্ট না হয়।