Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
roksana.hee
on 11/11/2023, 07:20:12 UTC

আসলে গেইন হলেই সবার চোখে বাধে, অনথ্যায় আমরা কিন্তু তেমন একটা খেয়াল করি না। আমি তো গত বুল রানের পর থেকে অনেকগুলো ডট, সোলানা, কেক, আর সুশি রেখেছিলাম। তারপর থেকে মার্কেট সাইযওয়েইজ চলা শুরু করলো আর এসব কয়েন একটাতেও কোনো পজেটিভ ইফেক্ট পড়ে নাই। ফল স্বরুপ আমার মোটামোটি সব কয়েন মিলে ৫০০ ডলারে চলে আসে যেগুলোর মোট বিনিয়োগ প্রায় ৩ হাজার ডলার ছিলো। প্রচুর পরিমানে একটা ঝামেলায় পড়ে গিয়ে লসে থাকা অবস্থায় ও আমাকে সেল করতে হয়েছে। আসলে আপদ বিপদের তো হাত পা নাই। যাই হোক, যে যার পছন্দ মতো ইনভেষ্ট করেন। কেউ একটা সাজেষ্ট করলে আপনার লাভ বা লসের ভাগ কিন্তু কেউ নিবে না। সুতরাং সবাই যাচাই বাছাই করে, দেখে শুনে বুঝে ইনভেষ্ট করবেন।

জি ভাই, আপনি একদম ঠিক বলেছেন। কেউ কাউকে তুচ্ছ করলে, সে যদি একসময় সফলতার শিখরে আরোহন করে তাহলে সবাই তখন বাহবা দেন! এটাই মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য। সময় থাকতে সময়ের মূল্য কেউ দেয় না। বুল রানের সময় আমিও কিছু কয়েন কিনতে চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আর একটু অপেক্ষা করতে যেয়ে দেখি সব কয়েনের দাম বেড়ে গেছে। তারপরও আশা হারায়নি কিনব খুব তাড়াতাড়ি ভালো একটা অ্যামাউন্ট এর কয়েন কিনে রাখবো। আপনাদের মূল্যবান পরামর্শ আশা করছি।

আর ভাই একটা কথা আপনার ওয়াইফ এবং বাচ্চা কেমন আছে এখন? এটা সত্যি ভাই, বিপদ আপদ কখনো বলে করে আসে না! যাইহোক সবসময় আল্লাহর উপর ভরসা রাখেন, ভবিষ্যতে ভালো কিছু হবে ইনশাআল্লাহ!!!