আমি যে দিন বিক্রি করলাম তারপরে দিন থেকেই এতটা বৃদ্ধি পেল অথচ বিনিয়োগ করার পর মাসের পর মাস রেখে ছিলাম তখন বৃদ্ধি পায়নি। তাই সিদ্ধান্ত নিয়েছি যদি বিনিয়োগ করতেই হয় তাহলে কয়েক বছরের জন্য করব। কম সময়ের জন্য বিনিয়োগ করে বেশি প্রফিট পাওয়া যায় না।
সবাই বলে যে ইনভেষ্ট এমন এমাউন্ট করবেন, যেটা লস হলেও যেনো সমস্যা না হয়। যে কোনো পরিস্থিতিতে এই এমাউন্ট টা ধরা যাবে না।
আসলে সবাই ইনভেস্ট করে, রিক্স নিয়েই ইনভেস্ট করে। আবার কখন কার টাকা লেগে যায় বা বিপদ আসে সেটা কেউ জানে না। এটা সত্য কথা যে, কেউই লস করার জন্য কোন জায়গা ইনভেস্ট করে না, কিন্তু লস হয়ে গেলে কিছু করার থাকে না। সবাই চায় অল্প কিছু প্রফিট হলেই সে যেন সে টাকাটা হাতে পায়। আবার যখনই বিটকয়েনের দাম কমতে থাকে, তখনই সবাই আতঙ্কিত হয়ে যায়। সবাই খুব ভয় পেয়ে যায়, যে লস যাই হইছে, হইছে... এবার যতটুকু পাওয়া যায় তাতেই লাভ।
আসলে মানুষ কি চায়? মানুষ সেটা নিজেই জানে না!