ধুর মিয়ারা আপনারা সবাই Enjin নিয়ে রয়েছেন কিন্তু কিছু কিছু কয়েন সবার চোখে ফাঁকি দিয়ে কোথায় চলে গেল। এক সপ্তাহ আগেও কিছু কিছু কয়েন অনেক কম দামে ছিল কিন্তু বর্তমানে তা ৭ আর ১০ গুন করে বৃদ্ধি পেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে।
Solana কয়েক মাস আগেও 12-13 ডলার করে ছিল কিন্তু কয়েক দফায় দাম বৃদ্ধি পেয়ে বর্তমানে ৫৫ ডলারের অবস্থান করছে।
PYR এই টোকেনটি বর্তমানে অনেক গুন বৃদ্ধি পেয়েছে প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়ে 6 ডলারের কাছাকাছি অবস্থান করছে।
FTX এই টোকেনটি সবাই স্ক্যাম মনে করে বিনিয়োগ করেননি কিন্তু দেখেন আজকের অবস্থা। এটি এক ডলারের নিচে নেমে গিয়েছিলাম কিন্তু বর্তমানে পাঁচ ডলারের কাছাকাছি অবস্থান করছে।
আসলে গেইন হলেই সবার চোখে বাধে, অনথ্যায় আমরা কিন্তু তেমন একটা খেয়াল করি না। আমি তো গত বুল রানের পর থেকে অনেকগুলো ডট, সোলানা, কেক, আর সুশি রেখেছিলাম। তারপর থেকে মার্কেট সাইযওয়েইজ চলা শুরু করলো আর এসব কয়েন একটাতেও কোনো পজেটিভ ইফেক্ট পড়ে নাই। ফল স্বরুপ আমার মোটামোটি সব কয়েন মিলে ৫০০ ডলারে চলে আসে যেগুলোর মোট বিনিয়োগ প্রায় ৩ হাজার ডলার ছিলো। প্রচুর পরিমানে একটা ঝামেলায় পড়ে গিয়ে লসে থাকা অবস্থায় ও আমাকে সেল করতে হয়েছে। আসলে আপদ বিপদের তো হাত পা নাই। যাই হোক, যে যার পছন্দ মতো ইনভেষ্ট করেন। কেউ একটা সাজেষ্ট করলে আপনার লাভ বা লসের ভাগ কিন্তু কেউ নিবে না। সুতরাং সবাই যাচাই বাছাই করে, দেখে শুনে বুঝে ইনভেষ্ট করবেন।
কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক খানা চিড়িয়া , অন্তরে তুসের আগুন জ্বলে রইয়া রইয়া।।।।।
শা***র আমি মনে করছি আমারি শুধু কপাল পোড়া কিন্তু আমার মত কপাল পোড়া আরও আছে। মনে করেন একসময় ট্রেডিং ও বিনিয়োগ করতে করতে আমার ওয়ালেটে ৬ হাজার ডলার পরিমাণ জমা হয়। নিজে পণ্ডিতগিরি করতে করতে একটি কয়েনের উপর বিনিয়োগ করি। একটি জুরিতে সকল ফল একসাথে রাখা উচিত নয় এই নীতি তখন আমার মাথায় ডুকছিল না। ৬০০০ ডলার একটি কয়েনের উপর বিনিয়োগ করি। বিনিয়োগ করার পর আমার মনে হয় ওরকম গতিতে রকেট উঠে না এইরকম গতি নিয়ে শালার কয়েনটি নিচের দিকে নামতে থাকে। ভেবেছিলাম মার্কেটে হয়তো কয়েনটি স্ক্যাম করেছি তাই কোন মত মান সম্মান রক্ষার জন্য ১৭০০ ডলার পরিমাণ জীবিত রাখি। এই ১৭০০ ডলার দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন কয়েনের উপর পন্ডিত চর্চা করতে থাকে এবং এক পর্যায়ে ভালোই ফিডব্যাক পাই। কিন্তু বর্তমানে একটি কয়েনের উপর ২.৮ করে ১৮০০ ডলার দিয়ে PYR কিনে মাত্র ১৯০ ডলার লাভ করে বিক্রি করে দেই। আমি বিক্রি করার পর এই কয়েনটি এতটাই পাম্প করেছে যে 6.50 ডলারের উপরে চলে গিয়েছে। আমি যে দিন বিক্রি করলাম তারপরে দিন থেকেই এতটা বৃদ্ধি পেল অথচ বিনিয়োগ করার পর মাসের পর মাস রেখে ছিলাম তখন বৃদ্ধি পায়নি। তাই সিদ্ধান্ত নিয়েছি যদি বিনিয়োগ করতেই হয় তাহলে কয়েক বছরের জন্য করব। কম সময়ের জন্য বিনিয়োগ করে বেশি প্রফিট পাওয়া যায় না।